Ajker Patrika

কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২১: ২৩
কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম পৌর এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রশান্ত কুমার (১২) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রশান্ত পৌর এলাকার গোরস্থান পাড়ার পরশ কুমারের ছেলে এবং ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে প্রশান্ত বিদ্যুতের মেইন লাইনের পাশে গাছে উঠে ডাল কাটছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সঙ্গে গাছের ডাল লেগে সে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে মাটিতে ছিটকে পড়ে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে। এরপর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বাবা পরশ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলেসহ সকালে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। আমার কপালে বুঝি এটাই লেখা ছিল। কীভাবে যে আমার ছেলে বিদ্যুতায়িত হয়ে মারা গেল আমার বুঝে আসছে না!’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি, পৌর এলাকার গোরস্থান পাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত