Ajker Patrika

বালিয়াডাঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
বালিয়াডাঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ওমর ফারুক পান্না নামের এক যুবদল নেতাকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই বিষয়ে জানা গেছে। 

বহিষ্কার ঘোষণা হওয়া উপজেলা যুবদলের নেতা ওমর ফারুক পান্নার দাবি, নিয়ম বহির্ভূতভাবে তাঁকে বহিষ্কার ঘোষণা করেছে উপজেলা বিএনপি। তাঁকে বহিষ্কারের এখতেয়ার উপজেলা বিএনপির নেই। ঠাকুরগাঁও জেলা যুবদল চাইলে তাঁকে বহিষ্কার করার ক্ষমতা রাখে। 

বহিষ্কারের ঘোষণা হওয়া ওমর ফারুক পান্না বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। সম্প্রতি সরকার পতনের পর গত ০৬ আগস্ট পাড়িয়া বাজারে একটি দোকানে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়রা তাঁকে আটক করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই ঘটনার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দলীয় ভাবমূর্তি নষ্ট এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাড়িয়া বাজারে ওমর ফারুক পান্নার সঙ্গে ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতাও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

জানতে চাইলে মোবাইল ফোনে ওমর ফারুক পান্না বলেন, ‘ব্যক্তিগত আক্রোশ ও দলীয় গ্রুপিং কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তা ছাড়া ঠাকুরগাঁও জেলা যুবদল ছাড়া তাঁকে কেউ বহিষ্কার করতে পারেন না। এটা উপজেলা বিএনপি যা করেছে, নিয়ম বহির্ভূতভাবে করেছে।’ 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টি এম মাহাবুবর রহমান বলেন, ‘দলের কেউ যদি সহিংসতা, ভাঙচুর, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হয়, তাঁর প্রমাণ পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া নেব। ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

গভর্নরের গাড়ি আটকে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত