Ajker Patrika

কুড়িগ্রামে আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সংকর মাধবপুর বিলপাড়া এলাকায় গোয়ালঘরে জ্বালানো কয়েলের আগুনে পুড়ল চার দিনমজুরের বসতঘর। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে বেশ কয়েকটি গরু ও ছাগল। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন সংকর মাধবপুর বিলপাড়া গ্রামের মিজানুর, কাবেল, রশিদ ও ফজল হক। তাঁরা সবাই দিনমজুর।

দিনমজুর ফজল হক বলেন, ‘আমাগো সব শ্যাষ। আমরা নিঃস্ব হলাম।’

স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনারা বেগম বলেন, ‘আমি ঘটনাস্থল ঘুরে দেখে বিষয়টি চেয়ারম্যান সাহেবকে অবগত করেছি। পরিবারগুলো সবাই দিনমজুরের কাজ করে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, ‘আমাদের কাছে শুকনা খাবার এবং টিন কোনোটিই নেই। ক্ষতির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত