Ajker Patrika

বালিয়াডাঙ্গীতে গম কাটার হার্ভেস্টারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
বালিয়াডাঙ্গীতে গম কাটার হার্ভেস্টারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খেতে গম কাটতে থাকা হারভেস্টারের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার পারদেশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবেদা বেগম (৬৫) ওই গ্রামের মৃত আকাল উদ্দীনের স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় 
ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বৃদ্ধার মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

এ নিয়ে বৃদ্ধার ছেলে মফিজুল ইসলাম বলেন, ‘গমের ডাটা কুড়ানোর সময় হার্ভেস্টার গাড়ি ধাক্কা দিলে মা অজ্ঞান হয়ে পড়েন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান মা আর বেঁচে নেই।’ 

এ নিয়ে জানতে চাইলে হার্ভেস্টার চালক রুবেল বলেন, ‘গম কাটার সময় সবাইকে খেত এবং মেশিন থেকে দুরে থাকার জন্য বারবার বলেছি। সবাই খেতের বাইরেই ছিল। বৃদ্ধা কোন সময় খেতে নেমে গমের ডাটা তুলছিলেন নজরে আসেনি। গাড়িতে ধাক্কা লাগার পরই তাকে হাসপাতালে পাঠিয়েছি। এরপরে শুনলাম তিনি মারা গেছেন। এখন আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি। স্থানীয়রা যা বলবে, সেটা মেনে নিতে হবে।’ 

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহসিন আলী বলেন, ‘বৃদ্ধা হাপসাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত