রংপুর প্রতিনিধি
এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল রংপুর-৩ আসনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমাদের ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয় কি না, এটা নিয়ে আমরা শঙ্কিত। আমাদের কোরবানি দিলে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়ে যাবে।’
এর আগে বেলা ১১টায় রংপুর নগরীর তোজাম্মেল হোসেন মেমোরিয়াল শিশুমংগল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন জাপা চেয়ারম্যান। ভোট কেমন হচ্ছে এ প্রশ্নের জবাবে সেখানে লাঙ্গলের এই প্রার্থী বলেন, ‘সব জায়গায় ভোট ভালো হওয়ার কথা ছিল; কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ ভালো দেখছি না। দু-এক জায়গায় যদি ভালো না হয়, সেটিও খারাপ লক্ষণ। শীত, ভোট বর্জনের ক্যাম্পেইন, ভোটারদের দ্বিধাদ্বন্দ্বের কারণে সকালে উপস্থিতি কম। তবে রংপুরের মানুষ লাঙ্গলের রাজনীতি করে। রংপুরে ভোটার উপস্থিতি ভালো হবে; কিন্তু রংপুর সারা দেশের পরিস্থিতি যাছাইয়ের উদাহরণ নয়।’
নির্বাচন-পরবর্তী ভাবনা কী, জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘নির্বাচনে যেহেতু এসে গেছি, বর্জন করার সুযোগ নেই। নির্বাচনের পর ফলাফল দেখে পরবর্তী কর্মসূচি নিতে হবে।’
উল্লেখ্য, রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী তুষার কান্তি মণ্ডলকে প্রত্যাহার করে লাঙ্গলের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই আসনে জি এম কাদেরের শক্ত প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।
এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল রংপুর-৩ আসনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমাদের ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয় কি না, এটা নিয়ে আমরা শঙ্কিত। আমাদের কোরবানি দিলে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়ে যাবে।’
এর আগে বেলা ১১টায় রংপুর নগরীর তোজাম্মেল হোসেন মেমোরিয়াল শিশুমংগল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন জাপা চেয়ারম্যান। ভোট কেমন হচ্ছে এ প্রশ্নের জবাবে সেখানে লাঙ্গলের এই প্রার্থী বলেন, ‘সব জায়গায় ভোট ভালো হওয়ার কথা ছিল; কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ ভালো দেখছি না। দু-এক জায়গায় যদি ভালো না হয়, সেটিও খারাপ লক্ষণ। শীত, ভোট বর্জনের ক্যাম্পেইন, ভোটারদের দ্বিধাদ্বন্দ্বের কারণে সকালে উপস্থিতি কম। তবে রংপুরের মানুষ লাঙ্গলের রাজনীতি করে। রংপুরে ভোটার উপস্থিতি ভালো হবে; কিন্তু রংপুর সারা দেশের পরিস্থিতি যাছাইয়ের উদাহরণ নয়।’
নির্বাচন-পরবর্তী ভাবনা কী, জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘নির্বাচনে যেহেতু এসে গেছি, বর্জন করার সুযোগ নেই। নির্বাচনের পর ফলাফল দেখে পরবর্তী কর্মসূচি নিতে হবে।’
উল্লেখ্য, রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী তুষার কান্তি মণ্ডলকে প্রত্যাহার করে লাঙ্গলের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই আসনে জি এম কাদেরের শক্ত প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ৬ জুলাই (বুধবার) থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে পরবর্তী তিন মাস শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে কাউন্সিলিং কার্যক্রম অব্যাহত থাকবে। আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
২ মিনিট আগেআওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তাঁরা সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন বলে দাবি করেছে ডিবি।
২৮ মিনিট আগেরাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকালে সড়কে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ির দীঘিনালার ২য় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
৩৪ মিনিট আগেপাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা ইউনিয়ন শাখায় হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিট করে আহত করার ঘটনায় প্রধান আসামি সেই বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার স
৪১ মিনিট আগে