Ajker Patrika

বন্ধ করা হলো অননুমোদিত পেট্রলপাম্প, ১০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
পেট্রলপাম্পের দুটি ডিসপেনসার মেশিন জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা
পেট্রলপাম্পের দুটি ডিসপেনসার মেশিন জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি অননুমোদিত পেট্রলপাম্প বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাম্পটির দুটি ডিসপেনসার মেশিন জব্দ করা হয়। এ ছাড়া পেট্রলপাম্পের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে।

উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুরের বিজিবি চেকপোস্ট এলাকায় পেট্রলপাম্পটি স্থাপন করা হয়েছিল। আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস অভিযান চালিয়ে পেট্রলপাম্পটি বন্ধ করে দেন।

জানা গেছে, তিলাই ইউনিয়ন পরিষদ থেকে খুচরা তেল ব্যবসা করার ট্রেড লাইসেন্স নেন আলাউদ্দিন নামের এক ব্যক্তি। তিনি দক্ষিণছাট গোপালপুরের বিজিবি চেকপোস্ট এলাকার পাশে তেলের পাম্প স্থাপন করে পেট্রল ও ডিজেল বিক্রি শুরু করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ দুপুরে সেটি বন্ধ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া জ্বালানি বিক্রি কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি। পেট্রোলিয়াম আইনের ২০-এর (১)-ঙ ধারায় ওই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও গোলাম ফেরদৌস বলেন, পাম্প পরিচালনার জন্য বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি পেট্রলপাম্পের মালিক। তাই দুটি ডিসপেনসার মেশিন জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা, আপিলের সুযোগ নেই

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত