Ajker Patrika

জরুরি খাদ্য পরিবহনের গাড়িতে ফেনসিডিল, গ্রেপ্তার ৩ 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জরুরি খাদ্য পরিবহনের গাড়িতে ফেনসিডিল, গ্রেপ্তার ৩ 

রংপুরের কাউনিয়ায় জরুরি খাদ্য পরিবহনের কাভার্ডভ্যানে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার সকালে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

গতকাল রোববার বিকেলে উপজেলার মীরবাগ ধর্মেশ্বর এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেক পোস্ট বসিয়ে ২৭৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে তাদের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—লালমনিরহাট পৌরসভার সাহেব পাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে বুলু মিয়া (৪৭), গাড়ির চালক লালমনিরহাট পৌরসভার সুরকি মিল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩২) ও চালকের সহকারী লালমনিরহাট সদরের ফুলগাছ মৃত শামসুল হকের ছেলে আতাউর রহমান (২৮)। 

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার মীরবাগ ধর্মেশ্বর এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায়। সেখানে তল্লাশি চালিয়ে জরুরি খাদ্য পরিবহনে ব্যবহৃত নীল, হলুদ রঙের কাভার্ডভ্যানে পটেটো ক্রেকার্স চিপস ও বিস্কুটের কার্টনের ভেতর থেকে ২৭৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে।’ 

ওসি মোন্তাছের বিল্লাহ আরও বলেন, ‘পরে রাতেই গোয়েন্দা পুলিশ বাদী হয়ে আটক তিনজনকে আসামি করে মাদক আইনে মামলা করেছে। আটক তিনজনকেই সোমবার রংপুর আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ২৭৫ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটির জব্দ তালিকা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত