ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে মো. মোস্তাকিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তিন পরিবারের আটটি ঘর ও সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আজ রোববার বিকেল ৪টার দিকে সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রোমান বাদশা জানান, চতুরাখোর গ্রামে রতন আলীর স্ত্রী বিকেলে রান্না করছিলেন। এ সময় একটি হেলিকপ্টার খুব নিচ দিয়ে ওই এলাকার আকাশে ওড়াউড়ি করছিল। হেলিকপ্টার দেখতে উৎসুক জনতা ভিড় করতে থাকে। শিশুটির মাও রান্নাঘর থেকে বেরিয়ে হেলিকপ্টার দেখতে যান। এ সময় চুলা থেকে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
শিশু মোস্তাকিম একটি ঘরে ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুটিকে বের করারও সময় পায়নি পরিবারের সদস্যরা। সে ঘরের মধ্যে পুড়ে মারা গেছে। এ সময় আটটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নিভলে ছাইয়ের স্তূপ থেকে শিশুটির ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে।
আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, তাদের তিন পরিবারের প্রায় ৫ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে গেছে। তাদের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।’
শিশুটির বাবা রতন আলী দিনমজুর। তাঁর দাবি, ঘরে থাকা নগদ ৩ লাখ ২০ হাজার টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে মো. মোস্তাকিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তিন পরিবারের আটটি ঘর ও সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আজ রোববার বিকেল ৪টার দিকে সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রোমান বাদশা জানান, চতুরাখোর গ্রামে রতন আলীর স্ত্রী বিকেলে রান্না করছিলেন। এ সময় একটি হেলিকপ্টার খুব নিচ দিয়ে ওই এলাকার আকাশে ওড়াউড়ি করছিল। হেলিকপ্টার দেখতে উৎসুক জনতা ভিড় করতে থাকে। শিশুটির মাও রান্নাঘর থেকে বেরিয়ে হেলিকপ্টার দেখতে যান। এ সময় চুলা থেকে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
শিশু মোস্তাকিম একটি ঘরে ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুটিকে বের করারও সময় পায়নি পরিবারের সদস্যরা। সে ঘরের মধ্যে পুড়ে মারা গেছে। এ সময় আটটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নিভলে ছাইয়ের স্তূপ থেকে শিশুটির ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে।
আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, তাদের তিন পরিবারের প্রায় ৫ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে গেছে। তাদের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।’
শিশুটির বাবা রতন আলী দিনমজুর। তাঁর দাবি, ঘরে থাকা নগদ ৩ লাখ ২০ হাজার টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।
বাগেরহাটের মোংলায় ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে পুলিশ এই জেলেদের বাগেরহাট আমলি আদালত-০৬-এ পাঠালে আদালত তাঁদের জেলহাজতে পাঠান।
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর কদমতলী থানায় করা একটি হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন
২০ মিনিট আগে‘আমি ধারালো বঁটি চালিয়ে স্বামীর গলা কেটে ফেলেছি। আমি আত্মসমর্পণ করব। আমাকে পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে যান।’ গতকাল রোববার দিবাগত ভোররাত ৫টার দিকে এক নারীর এমন ফোনকল পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজীপুরের শ্রীপর থানা-পুলিশ। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে তাঁর স্ত্রীকে আটক করে
২৩ মিনিট আগেবরগুনার বেতাগীতে পুলিশের বিশেষ অভিযানে জেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মেহেদী হাসান শাহিন। তিনি বরগুনা জেলা যুবলীগের সহসম্পাদক। বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামে।
২৬ মিনিট আগে