দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের চারতলা থেকে পড়ে দিবাকর দাস রয়েল (৪৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার এ ঘটনা ঘটে।
নিহত দিবাকর দাস রয়েল বীরগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সুজালপুর মাস্টারপাড়া এলাকার সীতানাথ দাসের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রেন স্ট্রোকজনিত (মস্তিষ্কে রক্তক্ষরণ) কারণে ২ জানুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন দিবাকর দাস। তিনি হাসপাতালের চারতলায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে চারতলা থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ জানান, চারতলায় মেডিসিন ওয়ার্ডের বারান্দার দরজা খোলা ছিল। ওয়ার্ডের ভেতর থেকে বেরিয়ে তিনি বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ছেলে সন্দীপ দাস (২২) জানান, ২ জানুয়ারি সকালে দিবাকরের ব্রেন স্ট্রোক হয়। প্রথমে তাঁকে বীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে ব্রেন স্ট্রোকের বিষয়ে জানতে পারে দিবাকরের পরিবার।
সন্দীপ দাস বলেন, ‘আজ সকাল থেকে কিছুটা ছটফট করছিলেন। বিকেলে মেডিসিন ওয়ার্ডের বারান্দার দরজা খোলা পেয়ে বাইরে গিয়েছেন। পরে মৃত অবস্থায় হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখেন।’
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, হাসপাতাল থেকে দিবাকর দাস রয়েল নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সে কিছুদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে এ বিষয়ে তদন্ত চলছে। থানায় অস্বাভাবিক মৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের চারতলা থেকে পড়ে দিবাকর দাস রয়েল (৪৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার এ ঘটনা ঘটে।
নিহত দিবাকর দাস রয়েল বীরগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সুজালপুর মাস্টারপাড়া এলাকার সীতানাথ দাসের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রেন স্ট্রোকজনিত (মস্তিষ্কে রক্তক্ষরণ) কারণে ২ জানুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন দিবাকর দাস। তিনি হাসপাতালের চারতলায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে চারতলা থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ জানান, চারতলায় মেডিসিন ওয়ার্ডের বারান্দার দরজা খোলা ছিল। ওয়ার্ডের ভেতর থেকে বেরিয়ে তিনি বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ছেলে সন্দীপ দাস (২২) জানান, ২ জানুয়ারি সকালে দিবাকরের ব্রেন স্ট্রোক হয়। প্রথমে তাঁকে বীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে ব্রেন স্ট্রোকের বিষয়ে জানতে পারে দিবাকরের পরিবার।
সন্দীপ দাস বলেন, ‘আজ সকাল থেকে কিছুটা ছটফট করছিলেন। বিকেলে মেডিসিন ওয়ার্ডের বারান্দার দরজা খোলা পেয়ে বাইরে গিয়েছেন। পরে মৃত অবস্থায় হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখেন।’
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, হাসপাতাল থেকে দিবাকর দাস রয়েল নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সে কিছুদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে এ বিষয়ে তদন্ত চলছে। থানায় অস্বাভাবিক মৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
পালিয়ে যাওয়া ৮২৬ বন্দীর মধ্যে জেলা প্রশাসনের বিভিন্ন প্রচারণায় সাড়া দিয়ে আদালতে আত্মসমর্পণ করেন ৬৪৬ বন্দী। পলাতক থাকা বাকী ১৮০ জন বন্দীর মধ্যে গ্রেপ্তার করা হয় ৫৮ জনকে। এখনও পলাতক রয়েছেন আরও ১২২ জন। লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ৫১টি অস্ত্র উদ্ধার হলেও হদিস মেলেনি ৩৪টি অস্ত্রের।
৩৬ মিনিট আগেছারছীনা দরবার শরীফে ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানি। শুক্রবার (১৮ জুলাই) তিনি দরবারে এসে ছারছীনার পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কোচ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিহু উৎসব উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে একাডেমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
১ ঘণ্টা আগেজুলাই-৩৬ হলের আবাসিক শিক্ষার্থী রাবেয়া খাতুন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমরা প্রশাসনের কাছে অনেক প্রত্যাশা করেছিলাম। কিন্তু আজ সাজিদ, কাল আপনি, পরশু আমি—এভাবে নামের তালিকা বাড়তেই থাকবে। প্রশাসন আমাদের নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারছে, তা নিয়ে প্রশ্ন আছে। আমরা এই ঘটনার প্রকৃত কারণ জানতে চাই।’
১ ঘণ্টা আগে