বাঘা (রাজশাহী) প্রতিনিধি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘সর্বোচ্চ প্রবৃদ্ধির তিনটি দেশের মধ্যে রয়েছে লাল--সবুজের বাংলাদেশ। এত কিসের অভিযোগ? সমস্যা হলে ধৈর্য ধারণ করুন। একে অন্যের পাশে দাঁড়ান। এই সমস্যা নিয়ে কাউকে সস্তা রাজনীতি করতে দেব না।’
আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি ইউনিয়নের পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। বক্তব্য দেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনজারুল ইসলাম, প্রধান শিক্ষক আনজুমান সুলতানা, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, সম্পাদক এনামুল হক প্রমুখ।
শাহরিয়ার আলম বলেন, ‘একটি দলের নেতা বিদেশে গাড়ি-বাড়ি ব্যবহার করবে। যাঁর আয়-উন্নতির হিসাব বাংলাদেশে নেই। তাদের কথায় কেউ আত্মহুতি দেবে না। মানুষ প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দেবে। যদি দেখে তার নেতারাও রেডি আছে। সেই দল তো বিএনপি না। অন্য দলগুলো না।’
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাঁচপাড়া-রুস্তমপুর সড়কের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি আড়ানী ইউনিয়নের ৪ নম্বর হরিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম ওয়াছেদ আলীর কবর জিয়ারত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘সর্বোচ্চ প্রবৃদ্ধির তিনটি দেশের মধ্যে রয়েছে লাল--সবুজের বাংলাদেশ। এত কিসের অভিযোগ? সমস্যা হলে ধৈর্য ধারণ করুন। একে অন্যের পাশে দাঁড়ান। এই সমস্যা নিয়ে কাউকে সস্তা রাজনীতি করতে দেব না।’
আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি ইউনিয়নের পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। বক্তব্য দেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনজারুল ইসলাম, প্রধান শিক্ষক আনজুমান সুলতানা, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, সম্পাদক এনামুল হক প্রমুখ।
শাহরিয়ার আলম বলেন, ‘একটি দলের নেতা বিদেশে গাড়ি-বাড়ি ব্যবহার করবে। যাঁর আয়-উন্নতির হিসাব বাংলাদেশে নেই। তাদের কথায় কেউ আত্মহুতি দেবে না। মানুষ প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দেবে। যদি দেখে তার নেতারাও রেডি আছে। সেই দল তো বিএনপি না। অন্য দলগুলো না।’
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাঁচপাড়া-রুস্তমপুর সড়কের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি আড়ানী ইউনিয়নের ৪ নম্বর হরিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম ওয়াছেদ আলীর কবর জিয়ারত করেন।
খুলনায় মহিলা লীগের নেত্রী লিভানা পারভীনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুরে নগরীর পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোডের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেযৌতুক ও নারী নির্যাতনের মামলায় কারাগারে থাকা ফায়ার সার্ভিসের সদস্য মনিরুজ্জামান নাবিল তাঁর স্ত্রীর ওপর পরিবারের সদস্যদের মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য নিয়মিত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ৫ মাসের শিশুপুত্রকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন নির্যাতিত স্ত্রী সুমাইয়া আক্তার। এ বিষয়ে ফায়ার সার্ভিসের
৩১ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে আজ রোববার ট্রেনে কাটা পড়ে এবং বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। উপজেলার কল্যাণপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। এ ছাড়া বিরামপুরের হাসপাতালে বিদ্যুতায়িত আহত একজনের মৃত্যু হয়েছে।
৩৩ মিনিট আগেবরিশাল মহানগর কলেজসংলগ্ন বিরোধীয় প্রায় দেড় একর জমি দখল করতে দলবল নিয়ে গিয়েছিলেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শীর্ষ নেতা। এ ঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান থানায় অভিযোগ দিলে বিমানবন্দর থানার একটি টিম আজ রোববার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে জমি দখলচেষ্টার প্রতিবাদে আজ দুপুরে নগরীতে মানববন্ধন
৩৫ মিনিট আগে