Ajker Patrika

রাজশাহীতে কর্মরত অবস্থায় পুলিশের এএসআইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২৪
আকবর আলী। ছবি: সংগৃহীত
আকবর আলী। ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুর থানায় কর্মরত অবস্থায় আকবর আলী (৪৯) নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। তিনি মোহনপুর থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

আকবর আলীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত জাবেদ আলী।

এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার জুমার নামাজের পর এএসআই আকবর আলী ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বেলা ৩টার দিকে তিনি অসুস্থবোধ করলে দ্রুত তাঁকে মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আকবর আলীর মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আকবর আলীর মৃত্যুতে রাজশাহীর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত