Ajker Patrika

আগুন-সন্ত্রাস আর বিদেশিদের ভর করে ক্ষমতায় আসা যাবে না: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
আগুন-সন্ত্রাস আর বিদেশিদের ভর করে ক্ষমতায় আসা যাবে না: খাদ্যমন্ত্রী

আগুন-সন্ত্রাস আর বিদেশিদের ওপর ভর করে রাষ্ট্র ক্ষমতায় আসা যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘আগুন সন্ত্রাসের বাংলাদেশ হতে দেওয়া যাবে না।’ 

আজ বুধবার সকালে নওগাঁর সাপাহার উপজেলার চহেড়া আলাদীপুর উচ্চবিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। 

সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি ভীতি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘আগুন সন্ত্রাস আর বিদেশিদের ওপর ভর করে রাষ্ট্র ক্ষমতায় আসা যাবে না। আগুন সন্ত্রাসের বাংলাদেশ হতে দেওয়া যাবে না। জনগণের সম্পদ নষ্টকারীদের প্রতিরোধ করতে হবে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনাকে মারার জন্য গ্রেনেড হামলা করেছিল বিএনপি। এই নৃশংস ঘটনার বিচার বাধাগ্রস্ত করা হয়েছে। সংসদে এই গ্রেনেড হামলা নিয়ে কথা বলতে দেওয়া হয়নি।’ 

নতুন বই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এক সময় পুরোনো-ছেঁড়া বই দিয়ে শিক্ষাবর্ষ শুরু হতো। মোবাইল ফোনে শিক্ষা উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সেবা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সরকার।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত