Ajker Patrika

যুবলীগ নেতা আমিনুলকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ, পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২৫, ২১: ০১
বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা আমিনুল ইসলামকে নিয়ে আসা হয়। আজ রোববার বিকেলে তোলা। ছবি: আজকের পত্রিকা
বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা আমিনুল ইসলামকে নিয়ে আসা হয়। আজ রোববার বিকেলে তোলা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলামকে আদালতে হাজির করার সময় ডিম ছুড়ে মেরেছে বিক্ষুব্ধ জনতা। পরে একটি হত্যা মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ রোববার বিকেল ৪টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, আজ আমিনুল ইসলামকে আদালতে হাজির করা হয়। বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালক কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মেহেদি হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে স্কুলশিক্ষক সেলিম রেজা ও রিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলায় আমিনুলকে গ্রেপ্তার দেখানো হয়।

গতকাল শনিবার (১৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান থেকে বগুড়া ডিবি পুলিশের একটি দল আমিনুলকে গ্রেপ্তার করে। আজ তাঁকে আদালতে হাজির করা হবে—এমন খবরে বিক্ষুব্ধ লোকজন বৃষ্টি উপেক্ষা করে আদালত চত্বরে ভিড় করেন। দুপুরের দিকে শাজাহান থানা-পুলিশ এক আসামিকে আদালতে নিয়ে এলে উপস্থিত বিক্ষুব্ধরা তাঁকে আমিনুল ভেবে ডিম ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুরের পর থেকে আদালত চত্বরে সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যদের মোতায়েন করা হয়। বিকেল ৪টার দিকে আমিনুলকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে এলে বিক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত তাঁকে আদালতে নিয়ে যান।

আমিনুল ইসলাম বগুড়া শহরের নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মণ্ডলের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন। তাঁর বিরুদ্ধে বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

নুরাল পাগলার দাফনকে কেন্দ্র করে যেভাবে সহিংসতা ঘটল

রূপপুরের বালিশ-কাণ্ডে এক প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর, অন্যজনের নিম্ন গ্রেডে অবনমন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত