নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মনিরুল ইসলাম। তিনি গোদাগাড়ীর মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক।
আজ মঙ্গলবার বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ‘তিনি ছাত্রীদের সঙ্গে বিভিন্নভাবে খারাপ আচরণ, অঙ্গভঙ্গি ও অশ্লীল ভাষা ব্যবহার করেন, যা ছাত্রীদের পক্ষে সহ্য করা সম্ভব না। তিনি দীর্ঘদিন ধরেই ছাত্রীদের সঙ্গে এই আচরণ করে আসছেন।’
অভিযোগে আরও বলা হয়, ‘ছাত্রীরা লজ্জায় ও ভয়ে কাউকে বলতে পারে না। এই আচরণটি দিনের পর দিন বেড়ে যাওয়ায় ছাত্রীরা তাদের পরিবারকে বলতে বাধ্য হয়।’ অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে অনুরোধ করা হয়।
অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠান ইউএনও ফয়সাল আহমেদ। অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম ইউএনওর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘আমি এমন লোক না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমার দোষ স্বীকার করা ছাড়া উপায় ছিল না। আমি দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিলাম।’
ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মনিরুল ইসলাম। তিনি গোদাগাড়ীর মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক।
আজ মঙ্গলবার বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ‘তিনি ছাত্রীদের সঙ্গে বিভিন্নভাবে খারাপ আচরণ, অঙ্গভঙ্গি ও অশ্লীল ভাষা ব্যবহার করেন, যা ছাত্রীদের পক্ষে সহ্য করা সম্ভব না। তিনি দীর্ঘদিন ধরেই ছাত্রীদের সঙ্গে এই আচরণ করে আসছেন।’
অভিযোগে আরও বলা হয়, ‘ছাত্রীরা লজ্জায় ও ভয়ে কাউকে বলতে পারে না। এই আচরণটি দিনের পর দিন বেড়ে যাওয়ায় ছাত্রীরা তাদের পরিবারকে বলতে বাধ্য হয়।’ অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে অনুরোধ করা হয়।
অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠান ইউএনও ফয়সাল আহমেদ। অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম ইউএনওর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘আমি এমন লোক না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমার দোষ স্বীকার করা ছাড়া উপায় ছিল না। আমি দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিলাম।’
ফরিদগঞ্জে পুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে আবাসিক ভবনের চতুর্থ তলায় এ চুরির ঘটনা ঘটে।
১১ মিনিট আগেচট্টগ্রামের থানা থেকে লুট হওয়া গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র ময়লার স্তূপ থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া মেরিন ড্রাইভ রোডের একটি ময়লার স্তূপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে৫ মে মহান চিন্তক ও দার্শনিক কার্ল মার্ক্স এবং ৮ মে (২৫ বৈশাখ) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদ্যাপনের প্রহরেও আমাদের প্রধান সূত্রধার জাভেদ হুসেন। এই আয়োজন চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত। এই শহরের এক নিভৃত কোণে, এন’স কিচেনের আঙিনায় লেখালেখির উঠান আয়োজিত তিন দিনব্যাপী এই এবং জাভেদ হুসেন-একক বইমেলা এই সব বিচি
২৩ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় এক আবাসিক হোটেলে পর্যটককে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পর্যটকের নাম তুহিন। তিনি ঢাকার মিরপুর এলাকার শেওড়াপাড়ার আব্দুস সোবহানের ছেলে।
২৪ মিনিট আগে