Ajker Patrika

আ.লীগ সব দিয়েছে, বিএনপি কী বলে ভোট চাইবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
আ.লীগ সব দিয়েছে, বিএনপি কী বলে ভোট চাইবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ সব দিয়েছে, বিএনপি কী বলে ভোট চাইবে। বিএনপির আমলে তারা দেশের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে। উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিএনপির ভোট চাওয়ার মুখ নেই। 
 
আজ শুক্রবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন। 

খাদ্যমন্ত্রী বলেন, ‘এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো আসবে না। তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে, চল্লিশাও হয়েছে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হবে।’

বিএনপি আন্দোলনের নামে যে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আর প্রতিরোধ নয়, প্রতিশোধ নিতে হবে। মির্জা ফখরুল বলেছিলেন ডিসেম্বরের পর দেশ শেখ হাসিনার কথায় চলবে না, দেশ চলবে খালেদা জিয়ার কথায়। অথচ ডিসেম্বর গেল জানুয়ারি গেল আগস্ট শেষ হচ্ছে এখনো শেখ হাসিনার কথায়ই দেশ চলছে। আর খালেদা জিয়া আসামি। সে জেলখানার ভেতরেই থাকল। 

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘২০০১ সালের নির্বাচনে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির মতো হামলা মামলা করে হয়রানি করেনি। বিএনপির নেতা কর্মীরা এখনো মায়ের কোলে আছে।’

তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্ শহিদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত