Ajker Patrika

প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক ১

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৪: ০৫
Thumbnail image

নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রাইমারি স্কুলে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে টাকা হাতিয়া নেওয়া প্রতারক চক্রের এক হোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ রোববার সকালে র‍্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে শনিবার দুপুরে উপজেলার নজিপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মঞ্জুরুল আলম (৩৯)। তিনি নজিপুর মাদ্রাসাপাড়া এলাকার মৃত আলীম উদ্দীনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সাল থেকে মঞ্জুরুল আলম ও রেজাউল করিম একটি প্রতারক চক্রের সিন্ডিকেট হিসেবে কাজ করতেন। যেখানে মঞ্জুরুল আলম মূল হোতা। আর রেজাউল করিম তাঁর সহকারী হিসেবে কাজ করতেন।

২০২০ সালে প্রাথমিক বিদ্যালয়ের চাকরি দেওয়ার জন্য লিপি পারভীন নামে একজনের কাছ থেকে ১০ লাখ টাকা নেয় মঞ্জুরুল। পরে রেজাউল করিমের মাধ্যমে তাঁকে মিথ্যা নিয়োগপত্র দেয়। পরে লিপি পারভীন ঢাকায় ওই চাকরিতে যোগ দিতে গেলে তিনি ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পেরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে অভিযোগ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঞ্জুরুলের স্ত্রী প্রাইমারি স্কুলের শিক্ষক। সেই সুযোগ কাজে লাগিয়ে চাকরির প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে প্রাইমারি স্কুলে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে তিনি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা করা হয়েছে। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার সকালে মঞ্জুর নামের ওই আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত