Ajker Patrika

গো-খাদ্যে রং মিশিয়ে হলুদ-মরিচ গুঁড়ো তৈরি, মিল সিলগালা

বগুড়া প্রতিনিধি
গো-খাদ্যে রং মিশিয়ে হলুদ-মরিচ গুঁড়ো তৈরি, মিল সিলগালা

বগুড়া শহরের রাজাবাজারে গো-খাদ্যে রং মিশিয়ে হলুদ ও মরিচ গুঁড়ো  তৈরি করার দায়ে ‘মুন্সি হলুদ মিল’ সিলগালা করা হয়েছে। 

আজ রোববার বিকেল ৩টার দিকে শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি। 

এ সময় ওই অভিযানে ১০ বস্তা পশুর খাদ্যের বস্তা, ৫ বস্তা মরিচ গুঁড়ো , ৬ বস্তা হলুদ ও পোকা যুক্ত ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং করতে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এদিন বিকেল ৩টার দিকে মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়। এ ছাড়াও গো-খাদ্যে রং মিশিয়ে হলুদ ও মরিচ গুঁড়ো  তৈরি করছিল তারা। যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। 

তিনি আরও বলেন, গত বছরও মুন্সি হলুদ মিলে অভিযান পরিচালনা করা হয়েছিল। অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচ গুঁড়ো  তৈরি করার অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সতর্ক না হয়ে পুনরায় একই পদ্ধতিতে ভেজাল মসলা (মরিচ গুঁড়ো  ও হলুদ) তৈরি করছে। এ জন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। তবে অভিযান পরিচালনা করার সময় এ প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। অভিযানে জেলা পুলিশের টিম সহযোগিতা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত