Ajker Patrika

আটঘরিয়ায় আমগাছ থেকে সরকারি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৫: ৩৯
আটঘরিয়ায় আমগাছ থেকে সরকারি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়ায় ইসাহাক আলী (৪৬) নামের এক সরকারি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আটঘরিয়া পৌরসভার উত্তরচক গ্রামের সঞ্জিত সরকারের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই এলাকাতেই তাঁর বাড়ি এবং তিনি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের অফিস সহায়কের চাকরি করতেন।প্রাথমিকভাবে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

এ নিয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিজীবনে হতাশার কারণে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পরই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানানো যাবে।’

পারিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার রাতেও তিনি বাড়িতে ছিলেন। ভোরে স্থানীয় এক কৃষক তাঁকে সঞ্জিত সরকারের আমবাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। ওই কৃষক তাঁদের খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত