Ajker Patrika

সিরাজগঞ্জ-৬: নৌকার প্রার্থী চয়ন ইসলামকে শোকজ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ-৬: নৌকার প্রার্থী চয়ন ইসলামকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী চয়ন ইসলামকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও উপজেলা যুগ্ম দায়রা জজ মো. মামুন অর রশিদ এ নোটিশ দেন। 

একই সঙ্গে তাঁকে রোববার উপজেলা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত কার্যালয়ে ব্যক্তিগতভাবে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

উপজেলা যুগ্ম দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মো. জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন একই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হালিমুল হক মিরু। 

নোটিশে বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে আপনার পক্ষে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নজরুল ইসলাম বক্তব্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হালিমুল হক মিরুকে তিক্ত, উসকানিমূলক ও মানহানিকরভাবে দ্বারিয়াপুরে প্রতিহত করার জন্য কর্মী–সমর্থকদের নির্দেশ প্রদান করেন। 

এ ছাড়া ভোটের দিন ঈগল মার্কার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে না দেওয়ার হুমকি প্রদান করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করা হয়। 

এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন উক্ত বিধিমালার ১৮ বিধি মোতাবেক শান্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না সেমর্মে আগামী রোববার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শাহজাদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত কার্যালয়ে ব্যক্তিগতভাবে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত