Ajker Patrika

চোরের অস্থাবর সম্পদ ক্রোক করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
চোরের অস্থাবর সম্পদ ক্রোক করল পুলিশ

রাজশাহীতে চুরির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির অস্থাবর সম্পদ ক্রোক করেছে পুলিশ। আজ সোমবার আদালতের নির্দেশনা মোতাবেক কাটাখালী থানা-পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে অস্থাবর সম্পদ হিসেবে একটি মোটরসাইকেল, টিভির মনিটর ও দুটি স্পিকার জব্দ করে নিয়ে যায়। 

এ সময় আসামি মো. সালাউদ্দিন (৩৬) বাড়িতে ছিলেন না। চুরির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরেই তিনি পলাতক। সালাউদ্দিনের বাড়ি কাটাখালী থানার নলখোলা বাইপাস আশরাফের মোড়ে। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সালাউদ্দিন পেশাদার চোর। চুরির একটি মামলায় আদালত তার অনুপস্থিতিতেই রায় দিয়েছেন। আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্যও পরোয়ানা ইস্যু করেন। এই পরোয়ানা তামিলে আসামির অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, আসামি সালাউদ্দিনকেও গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত