Ajker Patrika

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদ না পেয়ে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি   
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৩৩
পদবঞ্চিত হয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
পদবঞ্চিত হয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

পদবঞ্চিত হয়ে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী কমিটি বিলুপ্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল ৪টা থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা।

এ সময় যমুনা সেতু ও মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৮৪ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে ক্ষুব্ধ হন পদবঞ্চিত শিক্ষার্থীরা। এর জেরে অবরোধ কর্মসূচি পালন করেন।

জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির মুখপাত্র টি এম মুশফিক সাদ ও সিনিয়র মুখ্য সংগঠক জুবায়ের আল ইসলাম সেজান আজকের পত্রিকাকে বলেন, জেলা কমিটিতে চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে সম্পৃক্ত এবং অন্যান্য ছাত্র সংগঠনের পদধারীদের স্থান দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেছেন।

পদবঞ্চিত হয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
পদবঞ্চিত হয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম আজ বিকেলে বলেন, ‘শিক্ষার্থীরা আজও তাঁদের কর্মসূচি পালন করছেন। এতে যমুনা সেতু মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত