Ajker Patrika

আওয়ামী লীগ নেতা আমানুল হাসান দুদু আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ২৭
আওয়ামী লীগ নেতা আমানুল হাসান দুদু আর নেই

রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানুল হাসান দুদু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

আমানুল হাসান নগরীর বোয়ালিয়া থানা মোড়ের বাসিন্দা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জেলার বাঘা উপজেলার নারায়ণপুরে।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। আজ শুক্রবার বাদ জুমা নগরীর আলুপট্টি মোড়ে তাঁর প্রথম জানাজা হয়। সন্ধ্যা ৭টায় বাঘা পৌরসভার নারায়ণপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা দলের পক্ষ থেকে শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত