Ajker Patrika

পদ্মায় বালুর স্তূপে চাপা পড়ে ২ শিশুর মৃত্যু

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৯: ৪৩
পদ্মায় বালুর স্তূপে চাপা পড়ে ২ শিশুর মৃত্যু

বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পদ্মা নদীর কাছে স্তূপ করে রাখা বালুর নিচে চাপা পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের সাড়া ঝাউদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু হচ্ছে সাড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের দিনমজুর আহসান আলীর ছেলে জিহাদ (৮) এবং একই গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের ছেলে হিমেল (৮)। তারা সাড়া পানিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার পরিবারের বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, এদিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে পদ্মা নদীর তীরে বালুতে বন্ধুদের সঙ্গে শিশু হিমেল ও জিহাদ খেলাধুলা করছিল। এ সময় বৃষ্টির পানিতে বালু নরম থাকায় ধসে ওই দুই শিশু বালুর স্তূপের নিচে চাপা পড়ে। 

এ সময় অন্য শিশুদের চেঁচামেচি ও চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। পরে দুই শিশুর পরিবারের স্বজনেরা তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা হবে। প্রাথমিকভাবে এ ব্যাপারে ঈশ্বরদী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত