Ajker Patrika

হলগুলো সন্ত্রাসমুক্ত করতে কাউকে ছাড় দেব না: রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি
হলগুলো সন্ত্রাসমুক্ত করতে কাউকে ছাড় দেব না: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, ‘আমার অঙ্গীকার হচ্ছে, আমি হলগুলো সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত করে ছাড়ব। এই জায়গাতে আমি কাউকে ন্যূনতম ছাড় দেব না।’ 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে যোগদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘হলে এত দিন যা চলেছে তা একেবারেই অতীত ইতিহাস। এখন থেকে হলে একজন ছাত্রও পেশিশক্তির চর্চা করতে পারবে না। সিট নিয়ে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না। যারা বৈধ সিটের দাবিদার শুধু তারাই হলে থাকবে। হলে সম্পূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমার সর্বশক্তি প্রয়োগ করব।’ 

ক্লাস শুরুর বিষয়ে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের মূল কাজ–লেখাপড়া এবং ক্লাসরুমে ফিরে যাওয়া, সেটা অনেক দিন ধরে বন্ধ আছে। দেশে এ ধরনের একটা গণ-অভ্যুত্থানের পরে এটা অস্বাভাবিক ঘটনা নয়। শিক্ষকেরা ক্লাসরুম থেকে কিছুটা দূরে সরে যাওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে না। তবে একজন শিক্ষক হিসেবে আমার চাওয়া থাকবে, যত দ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রম চালু করা। আর সেই ব্যাপারে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আমি কামনা করছি। আমি চাই অতি দ্রুত শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক হোক।’ 

মানসম্পন্ন গবেষণার পরিবেশ সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করে অধ্যাপক সালেহ্ হাসান বলেন, ‘শিক্ষকদের প্রধান কাজ পঠন-পাঠন, জ্ঞান অন্বেষণ ও গবেষণা করা। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রটি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। গবেষকেরা যাতে উচ্চ মানসম্পন্ন গবেষণা করতে পারেন, আমি সেই পরিবেশ সৃষ্টি করতে চাই।’ 

পাশাপাশি শিক্ষার্থীরা যাতে তাদের অধিকার নিয়ে শ্রেণিকক্ষে ফিরে পুনরায় লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। 

এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত