Ajker Patrika

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ীই নির্বাচন হবে: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সার্কিট হাউসে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী সার্কিট হাউসে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা দেওয়া সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য, এ বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি, সে সময়ের মধ্যেই নির্বাচন হবে।’

আজ রোববার সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে কি না জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘প্রস্তুতি তো সব সময়ের। আমরা হলাম বাস্তবায়নকারী সংস্থা। কাজেই আমাদের প্রস্তুতি তো সব সময় থাকে।’

পরে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত