Ajker Patrika

হেরোইন সেবনের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

তানোর (রাজশাহী) প্রতিনিধি
হেরোইন সেবনের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

রাজশাহীর তানোরে হেরোইন সেবনের সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তানোর পৌর এলাকার মাসিন্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত তিনজন হলেন-তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে শাওন, তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামের আলতাফ আলীর ছেলে ছাত্রলীগ কর্মী আকতার হোসেন লিটন ও মোহনপুর উপজেলার মহব্বতপুর ভাতপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী হাফিজুর রহমান। 

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একটি বাড়িতে বসে হেরোইন সেবনের সময় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত