Ajker Patrika

শরীরে পেট্রোল ঢেলে আগুন, যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১০: ৪৯
শরীরে পেট্রোল ঢেলে আগুন, যুবকের মৃত্যু

রাজশাহীতে শরীরে পেট্রোল ঢেলে মো. রাফি (২৪) নামে এক যুবক নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন।

রাফি নগরীর হেতেমখাঁ এলাকার মো. বাবলুর ছেলে। তাঁর মা রামেক হাসপাতালের একজন আয়া। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের মাঠে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন রাফি। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তা দেখে দ্রুত রাফিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। 

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, আগুনে রাফির শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার ঘণ্টা দু-এক পরেই তাঁর মৃত্যু হয়। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে গিয়ে দাফন করেন। 

রাফির মায়ের বরাত দিয়ে তিনি আরও জানান, রাফি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোথাও কাজে যোগ দিলেও করতে পারতেন না। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তাঁর চিকিৎসা চলছিল। মানসিক অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। 

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ‘রাতে রাফির নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা পর্যন্ত জানি। পরে ছেলেটা মারা গেছে কি না, তা জানি না। খোঁজ নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত