Ajker Patrika

সেচ দিতে গিয়ে ফেরেননি কৃষক, জমিতে মিলল ‘মগজ’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
রাজশাহীর মোহনপুরে নিখোঁজ কৃষকের জমিতে মগজসদৃশ বস্তু পাওয়ার পর ওই স্থান ঘিরে রাখা হয়। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীর মোহনপুরে নিখোঁজ কৃষকের জমিতে মগজসদৃশ বস্তু পাওয়ার পর ওই স্থান ঘিরে রাখা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে আলতাফ শাহ (৫২) নামের এক কৃষক নিখোঁজ রয়েছেন। তাঁর জমিতে মগজসদৃশ এক টুকরা মাংস এবং কিছুটা দূরে রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আজ সোমবার ফসলের জমিতে গিয়ে আলতাফের মগজসদৃশ বস্তু দেখা যায়। খুনের পর তাঁর লাশ গুম করা হয়েছে বলে পরিবারের সদস্যরা শঙ্কা করছেন।

আলতাফ শাহের বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল মণ্ডলপাড়া গ্রামে। পার্শ্ববর্তী সরকার পুকুর মাঠে তিনি নিজের জমি চাষ করেন। গতকাল রোববার রাত ৯টার দিকে তিনি জমিতে সেচ দিতে যান। আলতাফের জমির পাশেই তাঁর চাচাতো ভাই শরিফুল ইসলামেরও জমি। ওই রাতে তিনিও জমিতে সেচ দিতে গিয়েছিলেন। শরিফুলের বাড়িটি তালাবদ্ধ দেখা যাচ্ছে। বাড়িতে কেউ নেই।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘রাতে দুই চাচাতো ভাই একসঙ্গে জমিতে সেচ দিতে গিয়েছিলেন। তারপর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক ব্যক্তি এসে তাঁদের দুজনকে থামিয়েও দেন। তারপর দুই চাচাতো ভাইকে রেখে তিনি চলে গেছেন। পরে কী হয়েছে বলা যাচ্ছে না।’

ওসি আরও জানান, রাতে আলতাফ শাহ বাড়ি না ফিরলে সকালে পরিবারের লোকজন জমিতে আসেন। তাঁরা জমির একটি জায়গায় মগজের মতো একটি মাংস দেখতে পান। এ ছাড়া পাশে পুকুরের পাড় দিয়ে যাওয়া একটি রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ খুঁজে পান তাঁরা। এলাকায় বিষয়টি জানাজানি হলে অনেক মানুষ মাঠে ভিড় করতে থাকেন। খবর পেয়ে পুলিশও যায়।

আতাউর রহমান বলেন, ‘জমিতে পাওয়া মাংস খণ্ড আমার কাছেও মগজ মনে হয়েছে। কিন্তু পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এটা পরীক্ষার জন্য পাঠাব। আলতাফ বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তা এখনো বলা যাচ্ছে না। হয় জীবিত, না হয় মৃত। আমরা খুঁজছি। তাঁর চাচাতো ভাই শরিফুলকেও খোঁজা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত