Ajker Patrika

আব্বাসকে গ্রেপ্তারের দাবি রাসিক কাউন্সিলরদের

রাজশাহী প্রতিনিধি
আব্বাসকে গ্রেপ্তারের দাবি রাসিক কাউন্সিলরদের

বঙ্গবন্ধুকে অবমাননা করে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কাউন্সিলররা। আজ বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তাঁরা তীব্র নিন্দা জানিয়ে আব্বাস আলীকে গ্রেপ্তারের দাবি জানান। 

বিবৃতিতে রাসিকের কাউন্সিলররা বলেন, ‘আব্বাস আলীর বক্তব্য অসাংবিধানিক, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং আওয়ামী লীগের চেতনা ও নীতিমালার পরিপন্থী। আমরা রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলররা মেয়র আব্বাস আলীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ 

তাঁরা বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর পিতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান। মেয়র লিটনকে নিয়ে অকথ্য, অশালীন, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আব্বাস আলী। এতে আমরা কাউন্সিলররা চরমভাবে ক্ষুব্ধ ও মর্মাহত।’ 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আমরা কাউন্সিলররা অনতিবিলম্বে মেয়র আব্বাস আলীকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার জানাচ্ছি। পাশাপাশি রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত