নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনিয়মের অভিযোগ ওঠার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নাটোর সদর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সমসের আলীকে এক সপ্তাহ আগে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছিল। আজ বুধবার তাঁর যোগ দেওয়ার কথা ছিল কিশোরগঞ্জ সদর উপজেলায়। কিন্তু এক দিন আগে গতকাল মঙ্গলবার বদলির আদেশ বাতিল করে সমসের আলীকে নাটোরের লালপুরে পদায়ন করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপসহকারী প্রকৌশলী সমসের আলী নাটোর সদরের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের লোক হিসেবে পরিচিত। আওয়ামী লীগের এই সাবেক এমপি নিজে এলজিইডির সব কাজ করতেন। তাঁর কাজ তুলে দিতেন জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আকরামুল ইসলাম আক্কু ওরফে আক্কু বিহারি ও এলজিইডির উপসহকারী প্রকৌশলী সমসের আলী। এভাবে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন সমসের।
সম্প্রতি আক্কু বিহারি ও সমসের আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগের অনুলিপি দেওয়া হয় এলজিইডির প্রধান প্রকৌশলী, রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে। অভিযোগে ১৮ কোটি টাকার একটি রাস্তার কাজে ব্যাপক অনিয়ম তুলে ধরা হয়।
অভিযোগে বলা হয়, নাটোর এলজিইডির রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি) প্রকল্পের অধীনে নাটোর সদরের দত্তপাড়া থেকে নাজিরপুর ভায়া হালসা পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তার কাজটি করেন নাটোরের তৎকালীন এমপি শফিকুল ইসলাম শিমুল। এ কাজের জন্য খায়রুল কবীর রানা নামের রংপুরের একটি লাইসেন্স ব্যবহার করা হয়। শিমুলের হয়ে কাজটি করছিলেন আওয়ামী লীগ নেতা আক্কু বিহারি ও উপসহকারী প্রকৌশলী সমসের আলী। দুই বছর আগে কাজটি শুরু হয়। এর মধ্যে আওয়ামী সরকারের পতনের পর শিমুল ও তাঁর আস্থাভাজন ঠিকাদার আক্কু বিহারি পালিয়ে যান। পরে একা সমসের কাজটি শেষ করতে পারেননি। এর মধ্যে কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। এলজিইডি নতুন করে মেয়াদও বাড়ায়নি।
অভিযোগে ওই কাজের সুনির্দিষ্ট ১০টি অনিয়মের কথা তুলে ধরা হয়। বলা হয়, ওই রাস্তার কাজে পিপিআর-২০০৮ অনুযায়ী টেন্ডার ইনস্যুরেন্স করা হয়নি। এর মধ্যে যে কাজ হয়েছে, তা স্পেসিফিকেশন অনুযায়ী হয়নি। সম্পাদন হয়নি ল্যাব টেস্ট। পাথরের মান ঠিক নেই। কার্পেটিংয়ের সময় স্টোন ডাস্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বালু। পাড়ে ৫ শতাংশ বিটুমিন দেওয়ার কথা থাকলেও বড়জোর ৪ শতাংশ দেওয়া হয়েছে। বিটুমিনও নিম্নমানের। ডব্লিউবিএম থিকনেস ঠিক নেই। পুরোনো রাস্তার খোয়া ব্যবহার করা হয়েছে নতুন রাস্তায়। অন্য নির্মাণসামগ্রীর অনুপাত ঠিক নেই। শিমুলের কাজ বলে কেউ কিছু বলার সাহস পায়নি।
এলজিইডি সূত্রে জানা গেছে, এই অভিযোগ পাওয়ার পর প্রকৌশলী সমসের আলীকে ১৯ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে স্ট্যান্ড রিলিজ করা হয়। ২৬ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে কিশোরগঞ্জে যোগ দিতে বলা হয়। কিন্তু সমসের আলী ওই স্ট্যান্ড রিলিজ ঠেকাতে মরিয়া হয়ে ওঠেন। গতকাল সমসেরের ওই স্ট্যান্ড রিলিজ বাতিল করা হয়। এরপর তাঁকে নাটোরের লালপুর উপজেলা কার্যালয়ে পদায়ন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির এক প্রকৌশলী জানান, সাবেক এমপি শিমুলের হয়ে সব কাজ করতেন সমসের আলী। কাজ তুলে দেওয়ার পাশাপাশি এলজিইডির বড় কর্তাদের সঙ্গে লিয়াজোঁ করার কাজ করতেন তিনি। শিমুলের কাজ করে সমসের বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। নাটোর শহরের কানাইখালিতে কয়েক কোটি টাকা খরচ করে বানিয়েছেন আলিশান বাড়ি। স্ট্যান্ড রিলিজ হওয়ার পর তা ঠেকাতে সমসের আলী মোটা অঙ্কের টাকা খরচ করেন বলে ওই প্রকৌশলী জানিয়েছেন।
সমসের আলী লালপুরে পদায়নের আদেশ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘বোঝেনই তো! (আমার) নাটোরে বাড়ি, এখানেই থাকতে চাই।’
শিমুলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে সমসের আলী বলেন, ‘আওয়ামী লীগ এত দিন ক্ষমতায় ছিল। তখন আওয়ামী লীগের বাইরে কেউ ছিল? কেউ এমপিদের কথার বাইরে যেতে পেরেছেন?’
সমসের আলী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ব্যাংক থেকে ৭৫ লাখ টাকা ঋণ নিয়ে বাড়িটা করেছি। বাড়ি ছাড়া আমার কোনো সম্পদ নেই।’
এলজিইডির নাটোর সদর উপজেলা প্রকৌশলী শেখ মো. আবু সাঈদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘সমসের আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল। আজ অফিসে এসে দেখি, গতকাল তাঁর সেই আদেশ বাতিল করে লালপুরে পদায়ন করা হয়েছে। তিনি এখন অফিসে আছেন। ছাড়পত্র নিয়ে হয়তো লালপুরে চলে যাবেন।’
রাস্তার কাজে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে আবু সাঈদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘কাজটা এখনো শেষ হয়নি। অনেক কাজ বাকি। যদিও মেয়াদ শেষ হয়ে গেছে। আমি এসেছি তিন মাস হলো। আগে কী হয়েছে, বলতে পারব না।’
এলজিইডির রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরী বলেন, ‘সমসেরের বিরুদ্ধে লিখিত অভিযোগ সপ্তাহখানেক আগে পেয়েছি। তদন্ত করার জন্য সেটা নাটোরের নির্বাহী প্রকৌশলীকে দিয়েছি। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
সমসের আলীর স্ট্যান্ড রিলিজ বাতিল করে একই বিভাগে পদায়নের বিষয়ে জানতে চাইলে গৌতম প্রসাদ চৌধুরী বলেন, ‘এটা আমি বলতে পারব না। রাজশাহী বিভাগের মধ্যে বদলি হলে সেটা আমি করি, কিন্তু বিভাগের বাইরে গেলে সেটা হেড অফিস থেকে করা হয়। স্ট্যান্ড রিলিজ বাতিল করে নতুন পদায়ন ঢাকা থেকে হয়েছে। এ বিষয়ে আমি এখনো কিছু জানি না।’
অনিয়মের অভিযোগ ওঠার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নাটোর সদর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সমসের আলীকে এক সপ্তাহ আগে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছিল। আজ বুধবার তাঁর যোগ দেওয়ার কথা ছিল কিশোরগঞ্জ সদর উপজেলায়। কিন্তু এক দিন আগে গতকাল মঙ্গলবার বদলির আদেশ বাতিল করে সমসের আলীকে নাটোরের লালপুরে পদায়ন করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপসহকারী প্রকৌশলী সমসের আলী নাটোর সদরের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের লোক হিসেবে পরিচিত। আওয়ামী লীগের এই সাবেক এমপি নিজে এলজিইডির সব কাজ করতেন। তাঁর কাজ তুলে দিতেন জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আকরামুল ইসলাম আক্কু ওরফে আক্কু বিহারি ও এলজিইডির উপসহকারী প্রকৌশলী সমসের আলী। এভাবে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন সমসের।
সম্প্রতি আক্কু বিহারি ও সমসের আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগের অনুলিপি দেওয়া হয় এলজিইডির প্রধান প্রকৌশলী, রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে। অভিযোগে ১৮ কোটি টাকার একটি রাস্তার কাজে ব্যাপক অনিয়ম তুলে ধরা হয়।
অভিযোগে বলা হয়, নাটোর এলজিইডির রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি) প্রকল্পের অধীনে নাটোর সদরের দত্তপাড়া থেকে নাজিরপুর ভায়া হালসা পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তার কাজটি করেন নাটোরের তৎকালীন এমপি শফিকুল ইসলাম শিমুল। এ কাজের জন্য খায়রুল কবীর রানা নামের রংপুরের একটি লাইসেন্স ব্যবহার করা হয়। শিমুলের হয়ে কাজটি করছিলেন আওয়ামী লীগ নেতা আক্কু বিহারি ও উপসহকারী প্রকৌশলী সমসের আলী। দুই বছর আগে কাজটি শুরু হয়। এর মধ্যে আওয়ামী সরকারের পতনের পর শিমুল ও তাঁর আস্থাভাজন ঠিকাদার আক্কু বিহারি পালিয়ে যান। পরে একা সমসের কাজটি শেষ করতে পারেননি। এর মধ্যে কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। এলজিইডি নতুন করে মেয়াদও বাড়ায়নি।
অভিযোগে ওই কাজের সুনির্দিষ্ট ১০টি অনিয়মের কথা তুলে ধরা হয়। বলা হয়, ওই রাস্তার কাজে পিপিআর-২০০৮ অনুযায়ী টেন্ডার ইনস্যুরেন্স করা হয়নি। এর মধ্যে যে কাজ হয়েছে, তা স্পেসিফিকেশন অনুযায়ী হয়নি। সম্পাদন হয়নি ল্যাব টেস্ট। পাথরের মান ঠিক নেই। কার্পেটিংয়ের সময় স্টোন ডাস্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বালু। পাড়ে ৫ শতাংশ বিটুমিন দেওয়ার কথা থাকলেও বড়জোর ৪ শতাংশ দেওয়া হয়েছে। বিটুমিনও নিম্নমানের। ডব্লিউবিএম থিকনেস ঠিক নেই। পুরোনো রাস্তার খোয়া ব্যবহার করা হয়েছে নতুন রাস্তায়। অন্য নির্মাণসামগ্রীর অনুপাত ঠিক নেই। শিমুলের কাজ বলে কেউ কিছু বলার সাহস পায়নি।
এলজিইডি সূত্রে জানা গেছে, এই অভিযোগ পাওয়ার পর প্রকৌশলী সমসের আলীকে ১৯ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে স্ট্যান্ড রিলিজ করা হয়। ২৬ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে কিশোরগঞ্জে যোগ দিতে বলা হয়। কিন্তু সমসের আলী ওই স্ট্যান্ড রিলিজ ঠেকাতে মরিয়া হয়ে ওঠেন। গতকাল সমসেরের ওই স্ট্যান্ড রিলিজ বাতিল করা হয়। এরপর তাঁকে নাটোরের লালপুর উপজেলা কার্যালয়ে পদায়ন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির এক প্রকৌশলী জানান, সাবেক এমপি শিমুলের হয়ে সব কাজ করতেন সমসের আলী। কাজ তুলে দেওয়ার পাশাপাশি এলজিইডির বড় কর্তাদের সঙ্গে লিয়াজোঁ করার কাজ করতেন তিনি। শিমুলের কাজ করে সমসের বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। নাটোর শহরের কানাইখালিতে কয়েক কোটি টাকা খরচ করে বানিয়েছেন আলিশান বাড়ি। স্ট্যান্ড রিলিজ হওয়ার পর তা ঠেকাতে সমসের আলী মোটা অঙ্কের টাকা খরচ করেন বলে ওই প্রকৌশলী জানিয়েছেন।
সমসের আলী লালপুরে পদায়নের আদেশ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘বোঝেনই তো! (আমার) নাটোরে বাড়ি, এখানেই থাকতে চাই।’
শিমুলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে সমসের আলী বলেন, ‘আওয়ামী লীগ এত দিন ক্ষমতায় ছিল। তখন আওয়ামী লীগের বাইরে কেউ ছিল? কেউ এমপিদের কথার বাইরে যেতে পেরেছেন?’
সমসের আলী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ব্যাংক থেকে ৭৫ লাখ টাকা ঋণ নিয়ে বাড়িটা করেছি। বাড়ি ছাড়া আমার কোনো সম্পদ নেই।’
এলজিইডির নাটোর সদর উপজেলা প্রকৌশলী শেখ মো. আবু সাঈদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘সমসের আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল। আজ অফিসে এসে দেখি, গতকাল তাঁর সেই আদেশ বাতিল করে লালপুরে পদায়ন করা হয়েছে। তিনি এখন অফিসে আছেন। ছাড়পত্র নিয়ে হয়তো লালপুরে চলে যাবেন।’
রাস্তার কাজে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে আবু সাঈদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘কাজটা এখনো শেষ হয়নি। অনেক কাজ বাকি। যদিও মেয়াদ শেষ হয়ে গেছে। আমি এসেছি তিন মাস হলো। আগে কী হয়েছে, বলতে পারব না।’
এলজিইডির রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরী বলেন, ‘সমসেরের বিরুদ্ধে লিখিত অভিযোগ সপ্তাহখানেক আগে পেয়েছি। তদন্ত করার জন্য সেটা নাটোরের নির্বাহী প্রকৌশলীকে দিয়েছি। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
সমসের আলীর স্ট্যান্ড রিলিজ বাতিল করে একই বিভাগে পদায়নের বিষয়ে জানতে চাইলে গৌতম প্রসাদ চৌধুরী বলেন, ‘এটা আমি বলতে পারব না। রাজশাহী বিভাগের মধ্যে বদলি হলে সেটা আমি করি, কিন্তু বিভাগের বাইরে গেলে সেটা হেড অফিস থেকে করা হয়। স্ট্যান্ড রিলিজ বাতিল করে নতুন পদায়ন ঢাকা থেকে হয়েছে। এ বিষয়ে আমি এখনো কিছু জানি না।’
শেখ হাসিনা সরকারের পতনের পর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নানা উন্নয়নকাজ একটি সংঘবদ্ধ চক্র (সিন্ডিকেট) দখল করে নিচ্ছে। পদ না থাকলেও বিএনপি নামধারী কয়েক নেতা করপোরেশনের লাখ লাখ টাকার কাজগুলো করেছে বলে অভিযোগ করেছে। এ নিয়ে গত মঙ্গলবারও দুই পক্ষে হাতাহাতি হয়েছে।
৭ ঘণ্টা আগেসুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা গতকাল শেষ হয়েছে। তবে কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর দাবি, জেলায় বাঁধের কাজ গড়ে ৮৮ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করতে আরও সাত
৭ ঘণ্টা আগেইজমা শোভা জর্দা কোম্পানি। দেশি এই জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া। তিনি জেলার কয়েকজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মঞ্জু মিয়া করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ও কাদির জঙ্গল ইউনিয়নের মধ্যবর্তী দেওয়ানগঞ্জ বাজার সেতুর পশ্চিমে নরসুন্দা নদীর...
৭ ঘণ্টা আগেশুরুর মতো এবারের বইমেলার শেষ দিনটিও ছিল সাপ্তাহিক ছুটির দিন। গতকাল শুক্রবার তাই সকাল থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। শিশুপ্রহরে বাচ্চাদের দল এসেছিল পরিবারের সঙ্গে। ক্রমে বেলা বাড়তেই বড়দের ভিড় লেগে যায়। এক বছরের জন্য বিদায় নিচ্ছে বইমেলা, তাই ভিড় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত।
৭ ঘণ্টা আগে