গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
রাখি মণ্ডল। বয়স প্রায় ১০৭ বছর অতিক্রম করেছে। স্বামী রিকাত মণ্ডল অনেক আগেই মৃত্যু বরণ করেছেন। রাখি মণ্ডল এখন শ্রবণ শক্তিও হারিয়েছেন। দুই সন্তানের অযত্ন অবহেলায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। আশ্রয় হয়েছে নিজ বাড়ির একটি ভাঙা ঝুপড়ি ঘরে। অথচ দুই ছেলে থাকেন দালান কোঠায়। এই অমানবিক ঘটনাটি ঘটেছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে।
রাখি মণ্ডল ও তার স্বামী মৃত-রিকাত মণ্ডল এক সময় জীবনের সবটুকু শ্রম দিয়েছেন পরিবারের জন্য। করেছিলেন নিজস্ব কিছু জমিও। অথচ বৃদ্ধ বয়সে স্যাঁতসেঁতে পাঁচ হাতের মধ্যে তৈরি একটি পাট কাঠির ঝুপড়ি ঘরে জীবন কাটাতে হচ্ছে তাঁকে।
সরেজমিন আজ বুধবার রাত ৮ দিকে গিয়ে দেখাযায় ও স্থানীয়রা জানান, দুই ছেলে রয়েছে রাখি মণ্ডলের। বড় ছেলে আনছার মণ্ডল (৪৫) ও ছোট ছেলে ছামছু মণ্ডল (৪০)। তাঁদেরও ছেলে মেয়ে হয়েছে। সবাইকেই বিয়ে দিয়ে নিজ বাড়িতে দালান কোঠায় রেখেছেন। সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় কঠোর পরিশ্রম করে গড়েছিলেন চাষাবাদ করার জন্য কিছু জমি ও বসত ভিটা। অনেক কষ্ট করে দুই সন্তানকে বড় করেছিলেন। অথচ সেই সন্তানরাই এখন তাকে অযত্ন অবহেলায় ফেলে রেখেছে। দেখার যেন কেউ নেই। পাঁচ হাতের মধ্যে পাটকাঠি দিয়ে তৈরি একটি কাঁচা ঘরে একটি থালা, কলসি, গ্লাস ও মাটিতে ভেজা রয়েছে বিছানা। খাওয়া দাওয়া সবকিছু ওই টুকু জায়গার মধ্যেই করতে হয় তাঁকে।
এ বিষয়ে রাখি মণ্ডলের বড় ছেলে আনছার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, তার মা অসুস্থ। ভালোভাবে চলাফেরা করতে পারে না। বিছানায় প্রস্রাব করে দেয়। তারপরও অনেক বয়স হয়ে গেছে। তাই ঝুপড়ি ঘরে রাখা হয়েছে।
এ বিষয়ে ধারাবড়িষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সাহেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করে নাই।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, আপনার কাছ থেকে ঘটনা শুনলাম, এটা মানবিক ব্যাপার খোঁজ খবর নিয়ে, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
রাখি মণ্ডল। বয়স প্রায় ১০৭ বছর অতিক্রম করেছে। স্বামী রিকাত মণ্ডল অনেক আগেই মৃত্যু বরণ করেছেন। রাখি মণ্ডল এখন শ্রবণ শক্তিও হারিয়েছেন। দুই সন্তানের অযত্ন অবহেলায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। আশ্রয় হয়েছে নিজ বাড়ির একটি ভাঙা ঝুপড়ি ঘরে। অথচ দুই ছেলে থাকেন দালান কোঠায়। এই অমানবিক ঘটনাটি ঘটেছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে।
রাখি মণ্ডল ও তার স্বামী মৃত-রিকাত মণ্ডল এক সময় জীবনের সবটুকু শ্রম দিয়েছেন পরিবারের জন্য। করেছিলেন নিজস্ব কিছু জমিও। অথচ বৃদ্ধ বয়সে স্যাঁতসেঁতে পাঁচ হাতের মধ্যে তৈরি একটি পাট কাঠির ঝুপড়ি ঘরে জীবন কাটাতে হচ্ছে তাঁকে।
সরেজমিন আজ বুধবার রাত ৮ দিকে গিয়ে দেখাযায় ও স্থানীয়রা জানান, দুই ছেলে রয়েছে রাখি মণ্ডলের। বড় ছেলে আনছার মণ্ডল (৪৫) ও ছোট ছেলে ছামছু মণ্ডল (৪০)। তাঁদেরও ছেলে মেয়ে হয়েছে। সবাইকেই বিয়ে দিয়ে নিজ বাড়িতে দালান কোঠায় রেখেছেন। সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় কঠোর পরিশ্রম করে গড়েছিলেন চাষাবাদ করার জন্য কিছু জমি ও বসত ভিটা। অনেক কষ্ট করে দুই সন্তানকে বড় করেছিলেন। অথচ সেই সন্তানরাই এখন তাকে অযত্ন অবহেলায় ফেলে রেখেছে। দেখার যেন কেউ নেই। পাঁচ হাতের মধ্যে পাটকাঠি দিয়ে তৈরি একটি কাঁচা ঘরে একটি থালা, কলসি, গ্লাস ও মাটিতে ভেজা রয়েছে বিছানা। খাওয়া দাওয়া সবকিছু ওই টুকু জায়গার মধ্যেই করতে হয় তাঁকে।
এ বিষয়ে রাখি মণ্ডলের বড় ছেলে আনছার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, তার মা অসুস্থ। ভালোভাবে চলাফেরা করতে পারে না। বিছানায় প্রস্রাব করে দেয়। তারপরও অনেক বয়স হয়ে গেছে। তাই ঝুপড়ি ঘরে রাখা হয়েছে।
এ বিষয়ে ধারাবড়িষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সাহেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করে নাই।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, আপনার কাছ থেকে ঘটনা শুনলাম, এটা মানবিক ব্যাপার খোঁজ খবর নিয়ে, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
কুমার নদের পাশে শতবর্ষী একটি বটগাছ। লোকজন ধর্মীয় বিশ্বাসে গাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি জ্বালাতেন। পাশাপাশি নতুন গামছা, কাপড়, মিষ্টি, নাড়ু, হাঁড়ি পাতিলসহ নানা জিনিসপত্র রেখে যেতেন। এমনকি গাছের শিকর, ডাল পালা ও মাটি নিয়ে যেতেন।
৭ মিনিট আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পাম তেল ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকার পাম তেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও নগদ টাকা।
১০ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে গৃহপালিত হাঁসের মালিকানা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফজলুল করিম (৭০)। তিনি ওই গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির বাসিন্দা।
১৪ মিনিট আগেময়মনসিংহের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলির আদেশ দেওয়া হয়েছে। থানাগুলো হলো কোতোয়ালি মডেল, গৌরীপুর, ভালুকা, নান্দাইল, হালুয়াঘাট ও মুক্তাগাছা।
২১ মিনিট আগে