রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে নমুনা পরীক্ষায় বিভাগের আট জেলায় তাঁরা শনাক্ত হন বলে নিশ্চিত করেছেন বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার।
ডা. নাজমা আক্তার বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৮ জন, নওগাঁয় ৬৩ জন, নাটোরে ৭১ জন, জয়পুরহাটে ৭৭ জন, বগুড়ায় ৮৮ জন, সিরাজগঞ্জে ১৩৪ জন ও পাবনায় ১৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়। সুস্থ হয়েছেন ২৮৯ জন।
অপরদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে তাঁরা মারা যান বলে হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগী মারা গেছেন। তাঁদের মধ্যে শুধু নাটোরের রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্য তিনজন মারা গেছেন করোনার উপসর্গে। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
ওই ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ৬ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৯ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৬৩ জন। আগের দিন সোমবার জেলার ৬৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৩৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ৫২ দশমিক ২৬ শতাংশ।
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে নমুনা পরীক্ষায় বিভাগের আট জেলায় তাঁরা শনাক্ত হন বলে নিশ্চিত করেছেন বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার।
ডা. নাজমা আক্তার বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৮ জন, নওগাঁয় ৬৩ জন, নাটোরে ৭১ জন, জয়পুরহাটে ৭৭ জন, বগুড়ায় ৮৮ জন, সিরাজগঞ্জে ১৩৪ জন ও পাবনায় ১৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়। সুস্থ হয়েছেন ২৮৯ জন।
অপরদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে তাঁরা মারা যান বলে হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগী মারা গেছেন। তাঁদের মধ্যে শুধু নাটোরের রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্য তিনজন মারা গেছেন করোনার উপসর্গে। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
ওই ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ৬ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৯ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৬৩ জন। আগের দিন সোমবার জেলার ৬৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৩৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ৫২ দশমিক ২৬ শতাংশ।
গাছে ঝুলিয়ে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বেঁধে গাছে ঝোলানো হয়েছে। সেই অবস্থাতেই উত্তেজিত কয়েকজন তাঁকে মারধর করছে। ঘটনার ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করছিল আশপাশের মানুষ। তখন নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি এই কাজে সঙ্গীদের নাম ও সংখ্যা ব
১ ঘণ্টা আগেরাজধানী ঢাকার মিরপুরের একটি গির্জায় ১৩ বছর আগে সুব্রত বৈদ্যকে হত্যার দায়ে তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ (বিশেষ দায়রা জজ) এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন এই রায় ঘোষণা করেন। আদালত রায় বলেছেন, আসামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পার
১ ঘণ্টা আগেপাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ভূমি মন্ত্রী শামসুর আহমেদ শরীফ ডিলুর মেয়ে মাহজেবীন শিরিন পিয়া শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেইবি প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপ-রেজিস্ট্রার মো. সাহেদ হাসানকে।
২ ঘণ্টা আগে