নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক গৃহবধূর মরদেহ ফেলে তাঁর শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে বলে জানা গেছে। পরে গৃহবধূর পরিবারের লোকজন ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের করেছে গৃহবধূর পরিবারের লোকজন।
রামেক হাসপাতালে এ ঘটনা ঘটেছে গত রোববার দিবাগত রাতে। পরে এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনের নামে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে গতকাল সোমবার। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেছেন গৃহবধূর বাবা।
গৃহবধূর নাম মাহজুবা খাতুন আঁখি (২৩)। তিনি নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার আরশাদ আলীর মেয়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৩ বছর আগে পার্শ্ববর্তী কাঠালবাড়িয়া এলাকার আতিকুল ইসলাম টনির বিয়ে হয় আঁখির। বিয়ের পর থেকেই টনি এবং তাঁর বাড়ির লোকজন আঁখিকে নির্যাতন করতেন। রোববার দিবাগত রাতে টনির প্রতিবেশী এক নারী, আঁখির বাবা আরশাদ আলীর বাড়িতে গিয়ে খবর দেন তাঁর মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এরপর দ্রুত হাসপাতালে যান আঁখির বাবা আরশাদ আলী এবং তাঁর নিকটাত্মীয়রা। সেখানে পৌঁছে আরশাদ দেখেন, তাঁর মেয়ে মৃত অবস্থায় রামেক হাসপাতালের ট্রলির ওপরে পড়ে রয়েছে। আঁখিকে মৃত অবস্থায় রেখে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে গেছেন বলে জানতে পারেন তিনি।
এ বিষয়ে আরশাদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার দিবাগত রাত ১২টা থেকে রাত আড়াইটার মধ্যে আমার মেয়েকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তাঁর স্বামী, শ্বশুর-শাশুড়িসহ অন্য আত্মীয়রা আত্মহত্যার নাটক সাজিয়েছেন।’
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্তের পর সোমবার বিকেলে আঁখির লাশ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত আঁখির স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।’
ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক গৃহবধূর মরদেহ ফেলে তাঁর শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে বলে জানা গেছে। পরে গৃহবধূর পরিবারের লোকজন ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের করেছে গৃহবধূর পরিবারের লোকজন।
রামেক হাসপাতালে এ ঘটনা ঘটেছে গত রোববার দিবাগত রাতে। পরে এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনের নামে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে গতকাল সোমবার। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেছেন গৃহবধূর বাবা।
গৃহবধূর নাম মাহজুবা খাতুন আঁখি (২৩)। তিনি নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার আরশাদ আলীর মেয়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৩ বছর আগে পার্শ্ববর্তী কাঠালবাড়িয়া এলাকার আতিকুল ইসলাম টনির বিয়ে হয় আঁখির। বিয়ের পর থেকেই টনি এবং তাঁর বাড়ির লোকজন আঁখিকে নির্যাতন করতেন। রোববার দিবাগত রাতে টনির প্রতিবেশী এক নারী, আঁখির বাবা আরশাদ আলীর বাড়িতে গিয়ে খবর দেন তাঁর মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এরপর দ্রুত হাসপাতালে যান আঁখির বাবা আরশাদ আলী এবং তাঁর নিকটাত্মীয়রা। সেখানে পৌঁছে আরশাদ দেখেন, তাঁর মেয়ে মৃত অবস্থায় রামেক হাসপাতালের ট্রলির ওপরে পড়ে রয়েছে। আঁখিকে মৃত অবস্থায় রেখে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে গেছেন বলে জানতে পারেন তিনি।
এ বিষয়ে আরশাদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার দিবাগত রাত ১২টা থেকে রাত আড়াইটার মধ্যে আমার মেয়েকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তাঁর স্বামী, শ্বশুর-শাশুড়িসহ অন্য আত্মীয়রা আত্মহত্যার নাটক সাজিয়েছেন।’
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্তের পর সোমবার বিকেলে আঁখির লাশ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত আঁখির স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।’
ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’
জয়পুরহাটের আক্কেলপুরে এসএসসি পাস মেধাবী এক কিশোরীকে চার বছর ধরে ঘরে আটকে রেখে মানসিকভাবে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার বাবা এনামুল হক ও সৎমা ফুতি বেগমের বিরুদ্ধে। মেয়েটিকে একটি অন্ধকার, স্যাঁতসেঁতে ঘরে দিনের পর দিন বন্দী করে রাখা হয়। নিয়মিত দেওয়া হতো চেতনানাশক ইনজেকশন। অবশেষে প্রতিবেশীদের সহায়তা
১৫ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাকিব উদ্দিন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরাফাত নামে একজন নিখোঁজ রয়েছে। এ ছাড়া আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে২০২১ সালে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় দালালের মাধ্যমে স্বামীর পেনশনের ১৭ লাখ টাকায় ৩ দশমিক ৬০ শতাংশ জমি ক্রয় করেন আনারা বেগম। কিন্তু একই দাগে ২০০৮ সালে ৪ শতাংশ জমি কিনেছেন দাবি করে ২০২২ সালে জোরপূর্বক বাউন্ডারি দেন প্রকৌশলী মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে