সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদরে অস্ত্র মামলায় গোপাল চন্দ্র সূত্রধর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত গোপাল চন্দ্র সূত্রধর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) এস এম মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ে গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামি রেজাউল করিমকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ১০ অক্টোবর সকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার কাদাই সিলভার ডেল পার্কের মেইন গেটে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে গোপাল চন্দ্র সূত্রধরকে আটক করলেও অপর আসামি রেজাউল করিম পালিয়ে যান। পরে গোপাল চন্দ্রের শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আটটি ওয়ান শুটারগান ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালতের বিচারক গোপাল চন্দ্র সূত্রধরকে যাবজ্জীবন কারাদণ্ড ও রেজাউল করিমকে বেকসুর খালাস প্রদান করেন।
সিরাজগঞ্জ সদরে অস্ত্র মামলায় গোপাল চন্দ্র সূত্রধর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত গোপাল চন্দ্র সূত্রধর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) এস এম মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ে গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামি রেজাউল করিমকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ১০ অক্টোবর সকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার কাদাই সিলভার ডেল পার্কের মেইন গেটে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে গোপাল চন্দ্র সূত্রধরকে আটক করলেও অপর আসামি রেজাউল করিম পালিয়ে যান। পরে গোপাল চন্দ্রের শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আটটি ওয়ান শুটারগান ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালতের বিচারক গোপাল চন্দ্র সূত্রধরকে যাবজ্জীবন কারাদণ্ড ও রেজাউল করিমকে বেকসুর খালাস প্রদান করেন।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৫ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৩ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৪০ মিনিট আগে