Ajker Patrika

ধর্ষণসহ ৩ মামলায় জামিনে থাকা আসামি এবার অস্ত্র মামলায় গ্রেপ্তার 

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধর্ষণসহ ৩ মামলায় জামিনে থাকা আসামি এবার অস্ত্র মামলায় গ্রেপ্তার 

বগুড়ার ধুনট উপজেলায় ভোররাতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে গ্রেপ্তার যুবকের দাবি, উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে কিছুই জানেন না তিনি। 

আজ ভোর ৪টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সকালের দিকে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। 

গ্রেপ্তার যুবকের নাম—আকাশ খান ফারুক (২৭)। তিনি উপজেলার মোহনপুর দক্ষিণপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। 

পুলিশ বলছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানা-পুলিশ। এ সময় তাঁর থাকার ঘর তল্লাশি করে ১টি বার্মিজ চাকু, দেশীয় তৈরি ১টি রামদা, ৩ টি চাইনিজ কুড়াল ও ৩টি এসএস পাইপ জব্দ করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, আকাশ খান ফারুকের বিরুদ্ধে ২০২১ সালে অপহরণ করে ধর্ষণের অভিযোগ একটি মামলা রয়েছে। এ ছাড়াও একই বছর একটি মারপিট এবং ২০২২ সালে আরও একটি মারপিটের অভিযোগে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বর্তমানে ওই তিনটি মামলায় জামিনে রয়েছেন তিনি

থানা-হাজতে আটক থাকাকালীন অভিযুক্ত আকাশ খান ফারুক বলেন, ‘থানা-পুলিশের জব্দ করা অস্ত্র সম্পর্কে আমি কিছু জানি না। কেউ শত্রুতা করে আমাকে ফাঁসানোর জন্য অস্ত্রগুলো ঘরে রেখে গেছে।’ 

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দেশীয় তৈরি অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগের ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ 

উল্লেখ্য, গত ২০ মে ভোররাতে একই এলাকার ছোনপচা গ্রামের জামতলা মোড় এলাকায় পাকা সড়কের ওপর দুই ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়। বর্তমানে তাঁরা বগুড়া জেলা কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত