Ajker Patrika

বাগাতিপাড়ায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

নাটোর প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২৪, ১৬: ১৪
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাঁপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী আসমত আলী (৪২) পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসমত চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। স্ত্রী এসব পছন্দ করতেন না। এসব নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই কলহ হতো। সম্প্রতি একটি চুরির ঘটনায় আসমত অভিযুক্ত হন। এ নিয়ে আজ শুক্রবার সালিস হওয়ার কথা ছিল। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

আসমতের প্রতিবেশী ভাতিজা আনোয়ার হোসেন বলেন, আজ সকাল ৯টার দিকে আসমত তাঁকে মোবাইলে ফোন করে বাড়ির খোঁজ নিতে বলেন। আনোয়ার গিয়ে ঘরের মেঝেতে তাঁর চাচির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সুফিয়ার বোন রাহেলা বেগম অভিযোগ করেন, তাঁর বোন আসমতের চুরির প্রতিবাদ করতেন। আজ শুক্রবারের সালিস নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জেরেই আসমত তাঁর বোনকে হত্যা করে আট বছরের সন্তান নিয়ে পালিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আসমত পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত