নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী কলেজে মাঠে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর ওই শিক্ষার্থীর দাবি, সহপাঠীর পোস্ট করা একটি গ্রুপ ছবিতে ‘হাহা’ রিঅ্যাক্ট দেওয়ায়, তাঁরই সহপাঠী তাঁকে ছুরিকাঘাত করেছেন।
আজ বুধবার বেলা দেড়টার দিকে রাজশাহী কলেজ মাঠে এই ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম তিহান (২১)। তিনি রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
তিহানের সহপাঠী তারেক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে ক্লাস শেষে মাঠে রোদে পোহাচ্ছিল তিহান। এ সময় হঠাৎ করে কিছু যুবক এসে তিহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করানো হয়।’
আহত তিহান আজকের পত্রিকাকে জানান, তাঁর এক বান্ধবী একটি অনুষ্ঠানের গ্রুপ ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই ছবিতে তিনি ‘হা হা’ রিঅ্যাক্ট দেন। এতে ক্ষুব্ধ হন আরেক সহপাঠী কিবরিয়া। মঙ্গলবার রাতে তিনি ফোন করে তিহানকে হুমকি বলেন, ‘কাল (বুধবার) ক্যাম্পাসে আয়, দেখে নেওয়া হবে।’ এরপর দুপুরের দিকে কয়েকজন বখাটেকে সঙ্গে করে নিয়ে আসেন কিবরিয়া। কিবরিয়ার সঙ্গে থাকা একজন তাঁর থাইয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর যেই ছেলেটি ছুরিকাঘাত করেছে সেও এই কলেজের একই বিভাগের ছাত্র। তাঁর নাম কিবরিয়া। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশকেও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি দুই বন্ধুর মধ্যে ঘটেছে বলে তারা খবর পেয়েছেন। সামান্য বিষয়কে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। রামেক হাসপাতালে আহত কলেজছাত্রের চিকিৎসা চলছে। এর পাশাপাশি কলেজের ভেতর ঢুকে প্রকাশ্যে হামলা চালানো ওই ছাত্র এবং তাঁর সহযোগীদেরও শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী কলেজে মাঠে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর ওই শিক্ষার্থীর দাবি, সহপাঠীর পোস্ট করা একটি গ্রুপ ছবিতে ‘হাহা’ রিঅ্যাক্ট দেওয়ায়, তাঁরই সহপাঠী তাঁকে ছুরিকাঘাত করেছেন।
আজ বুধবার বেলা দেড়টার দিকে রাজশাহী কলেজ মাঠে এই ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম তিহান (২১)। তিনি রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
তিহানের সহপাঠী তারেক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে ক্লাস শেষে মাঠে রোদে পোহাচ্ছিল তিহান। এ সময় হঠাৎ করে কিছু যুবক এসে তিহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করানো হয়।’
আহত তিহান আজকের পত্রিকাকে জানান, তাঁর এক বান্ধবী একটি অনুষ্ঠানের গ্রুপ ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই ছবিতে তিনি ‘হা হা’ রিঅ্যাক্ট দেন। এতে ক্ষুব্ধ হন আরেক সহপাঠী কিবরিয়া। মঙ্গলবার রাতে তিনি ফোন করে তিহানকে হুমকি বলেন, ‘কাল (বুধবার) ক্যাম্পাসে আয়, দেখে নেওয়া হবে।’ এরপর দুপুরের দিকে কয়েকজন বখাটেকে সঙ্গে করে নিয়ে আসেন কিবরিয়া। কিবরিয়ার সঙ্গে থাকা একজন তাঁর থাইয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর যেই ছেলেটি ছুরিকাঘাত করেছে সেও এই কলেজের একই বিভাগের ছাত্র। তাঁর নাম কিবরিয়া। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশকেও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি দুই বন্ধুর মধ্যে ঘটেছে বলে তারা খবর পেয়েছেন। সামান্য বিষয়কে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। রামেক হাসপাতালে আহত কলেজছাত্রের চিকিৎসা চলছে। এর পাশাপাশি কলেজের ভেতর ঢুকে প্রকাশ্যে হামলা চালানো ওই ছাত্র এবং তাঁর সহযোগীদেরও শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে কুমিল্লা জেলায় গবাদিপশুর কোনো সংকট হবে না, বরং চাহিদার তুলনায় অতিরিক্ত ২৩ হাজার ১৬৬টি পশু রয়েছে। জেলার ১৭টি উপজেলায় কোরবানির পশুর চাহিদা পূরণ করেও উদ্বৃত্ত থাকবে বিপুলসংখ্যক পশু।
৮ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে জুমার নামাজের সময় চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। আজ শুক্রবার দুপুরে গাংনী পৌরসভার উত্তরপাড়ার কারবান ফার্নিচারের সামনে থেকে দুটি ও গাংনী পৌরসভা মসজিদের সামনে থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। মুসল্লিরা নামাজে থাকতেই চোরেরা মোটরসাইকেলগুলো নিয়ে পালিয়ে যায়।
১৫ মিনিট আগেগাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নারকেলগাছ থেকে পড়ে সাবু মিয়া (৫০) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেন।
৩৪ মিনিট আগে