Ajker Patrika

আদালতে হাজির না হওয়ায় চোরের সম্পদ ক্রোক 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আদালতে হাজির না হওয়ায় চোরের সম্পদ ক্রোক 

চুরি-ডাকাতি করাই মো. সাজ্জাদের (৩০) পেশা। চুরি আর মাদক সেবনের মামলা আছে ১৫ টি। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির এক মামলায় আদালতে হাজির হননি তিনি। তাই আদালত তার সমস্ত অস্থাবর সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছেন। 

গতকাল সোমবার নগরীর কাটাখালী থানার কুখন্ডি খাঁপাড়া এলাকায় সাজ্জাদের বাড়িতে অস্থাবর সম্পদ হিসেবে যা পেয়েছে তা জব্দ করে নিয়ে গেছে পুলিশ। 

অস্থাবর সম্পত্তি বলতে বাড়িতে ছিল– একটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, নিক্তি (দাঁড়িপাল্লা), ট্রাংক, আলনা, টেবিল, গ্যাসের চুলা, সিলিন্ডার ও প্লাস্টিকের রেক। এই অস্থাবর সম্পদগুলোই পুলিশ নিয়ে যায়। 

আজ মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জব্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, অন্তত ১৫টি মামলার আসামি সাজ্জাদ পলাতক রয়েছেন। ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদের অস্থাবর সম্পত্তি বাড়ি থেকে ক্রোক করে আনা হয়েছে। একটি প্রতিবেদন পাঠিয়ে বিষয়টি আদালতকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত