Ajker Patrika

শিক্ষাভবনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৩৩
শিক্ষাভবনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (শিক্ষাভবন) সামনে শিক্ষকদের ওপর শিক্ষা কর্মকর্তাদের হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) রাজশাহী জেলা শাখা আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে এই কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে বক্তারা বলেন, আজ ৩৫তম থেকে ৪১তম বিসিএসে নন-ক্যাডার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকেরা তাঁদের দাবি নিয়ে শিক্ষাভবনে গিয়েছিলেন। এ সময় উপবৃত্তি প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাঁদের ওপর হামলা করেছেন। তাঁরা এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানান।

মানববন্ধন থেকে টাইমস্কেল বা সিলেকশন গ্রেড, এন্ট্রি পদ নবম গ্রেডসহ মাধ্যমিক শিক্ষকদের সব বৈষম্য নিরসনসহ মাধ্যমিক পর্যায়ে মেয়াদোত্তীর্ণ সব প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। যাঁরা শিক্ষকদের ওপর হামলা করেছেন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান রাজশাহীর শিক্ষকেরা।

শিক্ষা-২কর্মসূচি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক মো. শহীদুল্লাহ। বক্তব্য দেন শিক্ষক হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, এম কামাল, আনোয়ার সাদাত, ইকবাল হোসেন ও হাকির হোসাইন। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত