চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের মজিবুর রহমান টুটুল প্রায় এক যুগ ধরে মাদকের কারবার করে আসছেন। তবে তাঁর দাবি অনুযায়ী, দুই মাস ধরে তিনি মাদক কারবার ছেড়ে দিয়েছেন। কিন্তু এলাকাবাসী তা বিশ্বাস করছে না। তাই আজ বুধবার দুপুরে স্ত্রী এমালি বেগমকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে মাদকের কারবার ছাড়ার ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করেন এই দম্পতি। এ সময় তাঁরা মাদক কারবার ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন। টুটুল চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের গোয়াটুলি গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান টুটুল বলেন, ‘আমি ১২ বছর ধরে গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলাম। দুই মাস ধরে আমার স্বাভাবিক জ্ঞান ফিরেছে। বুঝতে পেরেছি, আমি ভুল পথে হাঁটছিলাম। তাই এই চিন্তা থেকেই আমি মাদক কারবার ছেড়ে দিয়েছি। কিন্তু এলাকাবাসী আমাকে মেনে নিচ্ছে না। তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করছি। আমি সবার মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’
মুজিবুর রহমানের স্ত্রী এমালি বেগম বলেন, ‘আমার স্বামী দুই মাস আগেই মাদক কারবার ছেড়ে দিয়েছে। কিন্তু মানুষ আমাদের এখনো খারাপ চোখে দেখছে। এতে আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। আমি ও আমার স্বামী স্বাভাবিক জীবনে ফিরতে চাই। মানসম্মান নিয়ে সমাজে বসবাস করতে চাই।’
এমালি বেগম আরও বলেন, ‘আমার স্বামীর নামে এখনো ছয়টি মাদক মামলা রয়েছে। মামলাগুলোতে তিনি জামিনে আছেন।’
এ বিষয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন বলেন, ‘টুটুল মাদক কারবার ছাড়ার বিষয়ে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল। আমি পুলিশ ও মিডিয়া কর্মীদের সহায়তা নিতে বলেছিলাম। সে যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তবে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ আজকের পত্রিকাকে বলেন, মাদক কারবারিরা স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। আবার ঘোষণা দিয়ে যদি ভেতরে ভেতরে মাদকের কারবার করে, তবে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের মজিবুর রহমান টুটুল প্রায় এক যুগ ধরে মাদকের কারবার করে আসছেন। তবে তাঁর দাবি অনুযায়ী, দুই মাস ধরে তিনি মাদক কারবার ছেড়ে দিয়েছেন। কিন্তু এলাকাবাসী তা বিশ্বাস করছে না। তাই আজ বুধবার দুপুরে স্ত্রী এমালি বেগমকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে মাদকের কারবার ছাড়ার ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করেন এই দম্পতি। এ সময় তাঁরা মাদক কারবার ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন। টুটুল চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের গোয়াটুলি গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান টুটুল বলেন, ‘আমি ১২ বছর ধরে গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলাম। দুই মাস ধরে আমার স্বাভাবিক জ্ঞান ফিরেছে। বুঝতে পেরেছি, আমি ভুল পথে হাঁটছিলাম। তাই এই চিন্তা থেকেই আমি মাদক কারবার ছেড়ে দিয়েছি। কিন্তু এলাকাবাসী আমাকে মেনে নিচ্ছে না। তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করছি। আমি সবার মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’
মুজিবুর রহমানের স্ত্রী এমালি বেগম বলেন, ‘আমার স্বামী দুই মাস আগেই মাদক কারবার ছেড়ে দিয়েছে। কিন্তু মানুষ আমাদের এখনো খারাপ চোখে দেখছে। এতে আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। আমি ও আমার স্বামী স্বাভাবিক জীবনে ফিরতে চাই। মানসম্মান নিয়ে সমাজে বসবাস করতে চাই।’
এমালি বেগম আরও বলেন, ‘আমার স্বামীর নামে এখনো ছয়টি মাদক মামলা রয়েছে। মামলাগুলোতে তিনি জামিনে আছেন।’
এ বিষয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন বলেন, ‘টুটুল মাদক কারবার ছাড়ার বিষয়ে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল। আমি পুলিশ ও মিডিয়া কর্মীদের সহায়তা নিতে বলেছিলাম। সে যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তবে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ আজকের পত্রিকাকে বলেন, মাদক কারবারিরা স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। আবার ঘোষণা দিয়ে যদি ভেতরে ভেতরে মাদকের কারবার করে, তবে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
থেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
১৪ মিনিট আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
২১ মিনিট আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
২৭ মিনিট আগেমানব পাচার মামলায় সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই রবিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে জেলার খোকসা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা–পুলিশ।
৩৩ মিনিট আগে