Ajker Patrika

বড়াল নদে মাছ ধরতে গিয়ে আনসার ভিডিপি সদস্যের মৃত্যু 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৬: ৪৭
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদে মাছ ধরতে নেমে ডুবে যান গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ভিডিপি) সদস্য সাদেকুল ইসলাম (৩২)। পরে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে তাঁর ডুবন্ত মরদেহ উদ্ধার করে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার ইউএনও পার্ক এলাকায় বড়াল নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাদেকুলের বাড়ি পৌর এলাকার দক্ষিণ মুরাদপুরে।

মৃতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার দিন সকালে বড়াল নদের ইউএনও পার্ক এলাকায় একসঙ্গে অনেকেই খেপলা জাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ একবার জাল ফেলতে গিয়ে জালের সঙ্গে পানিতে পড়ে ডুবে যান সাদেকুল। তখন তাঁর সঙ্গে মাছ ধরতে থাকা ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করতে না পেরে উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল নদের পানিতে নেমে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়।

এ বিষয়ে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সানজিদা আক্তার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সাদেকুল ইসলামের মৃত্যু হয়েছে।

বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন বলেন, ‘সাদেকুল ইসলামের মৃগী রোগ ছিল। গত বছরও মাছ ধরতে গিয়ে এভাবে সে পানিতে ডুবে গিয়েছিল। পরে সঙ্গে থাকা লোকজন উদ্ধার করায় বেঁচে গিয়েছিল। এবার সে মারা গেল।’

এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানার সহকারী পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, সাদেকুলের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত