Ajker Patrika

রাজশাহী শহরে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৪: ৫২
রাজশাহী শহরে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত

রাজশাহী শহরে মোবাইল ফোনের ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আজ শনিবার সকাল ৯টা থেকে মোবাইল ফোন ইন্টারনেট কাজ করছে না। এক মোবাইল ফোন থেকে অন্য মোবাইল ফোনে কল করতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কয়েকবার চেষ্টা করার পর ভয়েস কল দেওয়া সম্ভব হচ্ছে।

ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় শনিবার সকাল থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে শুরু হওয়া বিএনপির বিভাগীয় সমাবেশের সংবাদ, ছবি ও ভিডিও অফিসে পাঠাতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন কর্মরত সাংবাদিকেরা। মোবাইল ফোনে নেটওয়ার্ক থাকলেও মাদ্রাসার মাঠ ও এর আশপাশের এলাকায় কোনোভাবেই ইন্টারনেট সংযোগ সচল করা যাচ্ছে না।

সবগুলো মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা অচল হয়ে পড়লেও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ঠিকঠাক পাওয়া যাচ্ছে। তাই সংবাদ পাঠাতে সাংবাদিকদের একটু পর পর অফিসে দৌড়াতে হচ্ছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির নিজস্ব প্রতিবেদক আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই সমাবেশস্থলের আশপাশে মোবাইল ফোনের ইন্টারনেট কাজ করছে না। অফিসের সঙ্গে যোগাযোগও করতে পারছি না। সমাবেশস্থলের বদলে বারবার অফিসে গিয়ে সংবাদ পাঠাতে হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের কোনো এলাকাতেই মোবাইল ফোনে ইন্টারনেট সেবা স্বাভাবিক নেই।

সমাবেশস্থল থেকে বিএনপির কয়েকজন কর্মী বলেন, ‘সমাবেশস্থল তো ইন্টারনেট নেইই। আশপাশ থেকেও আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছি না।’

গত বুধবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আটটি শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। এর মধ্যে একটি শর্ত আছে, মাঠে কোন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ কিংবা রাউটার ব্যবহার করা যাবে না।

এর আগে, শনিবার সকাল ৬টার দিকে মাদ্রাসা মাঠের তিন দিকের গেটের তালা খুলে দেয় পুলিশ। তিন দিন পাশের মাঠে অবস্থানের পর নেতা-কর্মীরা সকালে মাদ্রসার মাঠে প্রবেশ করেন। সমাবেশে যোগ দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য শীর্ষ নেতারা রাজশাহীতে এসেছেন।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে দলটি তাদের দশটি সাংগঠনিক বিভাগে সমাবেশ করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে আজ শনিবার বিএনপি সমাবেশ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত