Ajker Patrika

রাবিতে শিক্ষার্থীদের অভিযানে ছাত্রলীগ নেতাদের কক্ষে মিলল পিস্তল

রাবি প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২১: ৪৮
রাবিতে শিক্ষার্থীদের অভিযানে ছাত্রলীগ নেতাদের কক্ষে মিলল পিস্তল

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ করে ছাত্রলীগের কক্ষ ভাঙচুর করেছেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আন্দোলনকারীরা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের কক্ষে অভিযান চালান। এ সময় সভাপতির কক্ষ থেকে পিস্তল, রামদা ও বিদেশি মদ এবং সম্পাদকের কক্ষ থেকে বিপুলসংখ্যক ফেনসিডিল জব্দ করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালাচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুর ২৩০ নম্বর কক্ষে অভিযান চালান। তাঁর কক্ষ থেকে দুটি পিস্তল, দুটি রামদা ও পাঁচটি বিদেশি মদের বোতল দেখা যায়। এ ছাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের ২২৮ নম্বর কক্ষে অন্তত ছয়টি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত সেগুলো জব্দ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেউ সেখানে আসেননি।

সেগুলো উদ্ধারের পর নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, একজন ছাত্রলীগ সাধারণ সম্পাদকের কক্ষে যদি ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়, তাহলে তো তিনি শুধু ফেনসিডিলই খান না, মনে হয় ব্যবসাও করেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে চায় অথচ তাদের রুম মাদকের আড্ডাখানা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের কক্ষে পাওয়া অস্ত্র ও মাদক। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘আন্দোলনকারীরা প্রথম দফায় হামলার সময় আমার রুমে অস্ত্র রেখে গেছে। দ্বিতীয়বার হামলার সময় সেই অস্ত্র সাংবাদিকদের ডেকে দেখিয়েছে। এই অস্ত্রগুলো আমার নয়।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের কক্ষে পাওয়া অস্ত্র ও মাদক। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে কথা বলতে রাজি হননি হল প্রাধ্যক্ষ শায়খুল ইসলাম মামুন জিয়াদ।

সার্বিক বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হককে মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে খোলাচিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত