Ajker Patrika

খেলার মাঠে ‘হার্ট অ্যাটাকে’ রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি  
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৯
মেহেদী হাসান সিয়াম। ছবি; সংগৃহীত
মেহেদী হাসান সিয়াম। ছবি; সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিকেট খেলার সময় ‘হার্ট অ্যাটাকে’ এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান সিয়াম (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাণীনগর গ্রামে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীর সহপাঠী সূত্রে জানা গেছে, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে নন-স্ট্রাইক প্রান্তে থাকা সিয়াম হঠাৎ অসুস্থতা বোধ করেন।

এই সময় সতীর্থ খেলোয়াড়েরা সেবা-শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করলে তার অবস্থার অবনতি হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিভাগের শিক্ষার্থীরা দ্রুত তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

জানতে চাইলে ডা. শংকর কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিয়াম নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসেন। তবে আমাদের কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারেন হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘হার্ট অ্যাটাক’ জনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পরিবারের আপত্তি না থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে লাশ হস্তান্তর করে। বাদ এশা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে লাশ তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত