Ajker Patrika

রাজশাহীতে বৃষ্টিতে স্বস্তি ফিরলেও বাড়িয়েছে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২০: ১১
রাজশাহীতে বৃষ্টিতে স্বস্তি ফিরলেও বাড়িয়েছে দুর্ভোগ

বিভাগীয় শহর রাজশাহীতে আজ বুধবার দিনভর বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি, আবার কখনো ভারী বর্ষণ হয়েছে। কয়েক দিনের প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। তাই স্বস্তির বৃষ্টি কোথাও কোথাও হয়েছে দুর্ভোগের কারণ। 

শহর ঘুরে দেখা গেছে, শহরের নিচু এলাকাগুলোর রাস্তাঘাটেও হাঁটুপানি জমে গেছে। নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ঠিকমতো নালা পরিষ্কার না করার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে শহরবাসীর অভিযোগ। 

নগরের সাহেববাজার, জিরো পয়েন্ট, মাস্টারপাড়া, গণকপাড়া, উপশহর, বর্ণালির মোড়সহ বেশ কিছু নিচু এলাকায় গিয়ে দেখা গেছে, এসব এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন এবং মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে। শহরতলির বিভিন্ন এলাকায় মানুষের দুর্ভোগ আরও বেশি। 

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহীতে ৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত