Ajker Patrika

কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৯: ১২
কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

রাজশাহীর বাগমারায় মাটি লুটে বাধা দেওয়ায় এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। আউচপাড়া ইউপির চেয়ারম্যান ডি এম সাফিকুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। 

আহত কৃষকের নাম শামসুদ্দিন প্রামাণিক (৬২)। তিনি উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। শামসুদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।  

শামসুদ্দিনের ছেলে নাজমুল হাসান বলেন, ‘ইউপি চেয়ারম্যান সাফিকুল ইসলামের একটি ইটভাটা আছে। এই ইটভাটার জন্য রোববার সকাল ১০টার দিকে আমাদের জমি থেকে ড্রেজারে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বাবা বাধা দিতে যান। এ সময় চেয়ারম্যান ও তাঁর লোকজন বাবাকে চায়নিজ কুড়াল দিয়ে কোপান এবং লোহার রড দিয়ে পেটান।’ 

নাজমুল আরও বলেন, ‘আহত অবস্থায় বাবাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ডান পায়ের তিন স্থানের হাড় ভেঙেছে। ডান হাত ও বাম পায়ে রয়েছে গভীর ক্ষত। চিকিৎসা শেষে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হবে।’ 

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান ডি এম সাফিকুল ইসলাম বলেন, ‘শামসুদ্দিন আগে আমার ওপর আক্রমণ করেছে। তারপর স্থানীয় জনগণ তাঁকে আটকিয়েছে। এরপর কী হয়েছে জানি না।’ 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে এক ব্যক্তির ঝামেলা হয়েছে শুনেছি। আহত ব্যক্তির পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত