Ajker Patrika

মাদ্রাসায় যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষকের

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      
আপডেট : ১৮ মে ২০২৫, ২১: ২০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সেলিম সাঈদ রেজা (৪০) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাঘা-আড়ানী সড়কের আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া রাজারমোড় এলাকায় শিক্ষকের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবাহী শ্যালোচালিত ভটভটির সংঘর্ষ হয়।

নিহত শিক্ষক সেলিম সাঈদ রেজা আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের নাজিম উদ্দীন সরকারের ছেলে। তিনি উপজেলার মনিগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক সেলিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসক হাসিবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন ভটভটিসহ এর চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত