Ajker Patrika

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৭: ৩০
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ 

দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

আজ শনিবার দুপুরে শহরের ইবি রোডের দলীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা।

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকার জনগণের কথা না ভেবে দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে দ্রব্যমূল্যর দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে গেছে। সামনে দুদিন পর রমজান মাস, অথচ সকল জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। অনতিবিলম্বে জিনিসপত্রের দাম কমাতে হবে।’ 

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহদপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক, সহপ্রচার সম্পাদক রেজাউল করিম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমনসহ জেলা বিএনপি ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত