Ajker Patrika

রাজশাহীর সুনাম ধরে রাখতে চাই: খায়রুজ্জামান লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২২: ২২
রাজশাহীর সুনাম ধরে রাখতে চাই: খায়রুজ্জামান লিটন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজশাহী শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। এ সুনাম ধরে রেখে শহরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহীর সুনাম ধরে রাখতে চাই।’

আজ শনিবার দুপুরে নগর ভবনে সিটি হল সভাকক্ষে রাসিকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

লিটন বলেন, ‘প্রবাসী ও সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যাঁরা আছেন, তাঁদের অনেকে অবগত হয়েছেন যে বাংলাদেশে একটি শহর আছে, সেটি অন্য শহরের চেয়ে পৃথক। রাজশাহী নগরীতে যাঁরা বেড়াতে আসেন, তাঁরা ঘুরে দেখেন, মুগ্ধ হন, সপরিবারে ছবি তোলেন। নগরবাসীর সহযোগিতায় সবার আন্তরিক প্রচেষ্টায় রাজশাহী নান্দনিক শহরে পরিণত হয়েছে। এই সুনাম ধরে রেখে এগিয়ে যেতে চাই।’ 

রাসিক মেয়র আরও বলেন, ‘সিটি করপোরেশনের অনুমতি ছাড়া যত্রতত্র পোস্টার লাগানো আইনত অপরাধ। নতুন ভবন, দৃষ্টিনন্দন সড়কবাতির পোলে আঠা দিয়ে পোস্টার লাগানোয় সৌন্দর্য নষ্ট হচ্ছে। এ ব্যাপারে আমরা এবার অ্যাকশনে যেতে চাই। এ ছাড়া অনুমতি ছাড়া কেউ রাস্তা বা ফুটপাতে নির্মাণসামগ্রী রাখতে পারবেন না। নির্মাণসামগ্রী দীর্ঘদিন রাস্তার ওপরে ফেলে রেখে জনগণের চলাচলে বিঘ্ন ঘটাবেন, এটি আমরা বরদাশত করব না।’ 

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত