রাবি প্রতিনিধি
রাবিতে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত তিন শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে তাঁরা আহত হন। এই ঘটনার পর সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ভুক্তভোগী তিন শিক্ষার্থী হলেন মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলিমুল ইসলাম, ফারসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মিসবাহুল ইসলাম এবং আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আল আমিন।
জানা গেছে, ঘটনার পর প্রাথমিক পর্যায়ে ওই তিন শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের ঢাকায় স্থানান্তর করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ভারতে পাঠাতে বলা হয়। কিন্তু এখন পর্যন্ত ভুক্তভোগী শিক্ষার্থীরা কোনো সহযোগিতা পাননি। এমনকি প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগও করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, চিকিৎসা শেষে কাগজপত্র জমা দিলে সহযোগিতা করা হবে।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল ইসলাম ভারতের চেন্নাইয়ে চিকিৎসার পরও এক চোখে কিছু দেখতে পান না। অপারেশনের পর ঝাপসা দেখছেন মিসবাহুল ইসলাম। আর অর্থাভাবে এখনো ভারতে চিকিৎসা নিতে পারেননি আল আমিন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা না পেয়ে তাঁর চিকিৎসার জন্য অর্থ উত্তোলন করছেন সহপাঠীরা।
ওই শিক্ষার্থীরা জানান, গত ১১ মার্চ চোখে আঘাত পাওয়ার পর তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ও পরে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাঁদের ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তাঁদের মধ্যে মিসবাহুল ও আলিমুল ব্যক্তিগত খরচে শংকর নেত্রালয় থেকে চিকিৎসা নিয়েছেন। কিন্তু অর্থাভাবে আল আমিন এখনো চিকিৎসা নিতে পারেননি।
ভারতে চিকিৎসার পরও বাঁ চোখ বাঁচানো যায়নি মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আলিমুল ইসলামের। তিনি বলেন, ‘আমি গত ১৭ এপ্রিল ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে যাই। সেখান থেকে চিকিৎসা শেষে দেশে আসি ২৪ এপ্রিল। খরচ হয়েছে ১ লাখের মতো। কিন্তু আমার চোখ ঠিক হয়নি। বাঁ চোখটা একেবারে নষ্ট হয়ে গেছে।’ তাঁর চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যোগাযোগই করেনি বলে তিনি অভিযোগ করেন।
চেন্নাইয়ে অপারেশনের পরও চোখে ঝাপসা দেখছেন মিসবাহুল ইসলাম। তিনি বলেন, ‘আমি গত ৩১ মার্চ চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে যাওয়ার পর আমার ডান চোখে অপারেশন করা হয়। বর্তমানে চোখে ঝাপসা দেখছি।’ তাঁর চিকিৎসায় প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। অপারেশনের পর চোখে এক ধরনের জেল দিয়েছে এ জন্য সবকিছু ঝাপসা লাগছে। আবার ২৯ মে যেতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ করে মিসবাহুল ইসলাম বলেন, ‘ভিসি স্যার আমাকে বলেছিলেন, যত টাকা খরচ হয় জানাতে। কিন্তু পরবর্তীতে আমি তাঁকে একাধিকবার মেসেজ করার পরও তিনি কোনো রিপ্লাই দেননি।’
অর্থাভাবে চিকিৎসা নিতে ভারতে যেতে না পারা আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন বর্তমানে ডান চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। ঘটনার দুই মাস হয়ে গেলেও এখনো তিনি চিকিৎসা নিতে ভারতে যেতে পারেননি। তিনি বলেন, ‘ভারতে গিয়ে চিকিৎসা করার মতো টাকা আমার পরিবারের নেই। আমার বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনও এখন পর্যন্ত কোনো সহায়তা দেয়নি। উপায় না দেখে সহপাঠীরা হলে হলে গিয়ে টাকা তোলা শুরু করেছে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান উল ইসলাম বলেন, আল আমিন নামের ওই শিক্ষার্থী বিভাগের সভাপতিকে নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাদের যেহেতু কথা দেওয়া হয়েছে, প্রশাসনের পক্ষে অবশ্যই সহযোগিতা করা হবে। তবে বিষয়টি প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর দেখভাল করছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, ‘আল আমিনের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমি তাকে দ্রুত ভিসার আবেদন করতে বলেছি। সেটি হয়ে গেলে তার সব কাগজপত্র নিয়ে উপাচার্য স্যারের সঙ্গে দেখা করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।’
রাবিতে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত তিন শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে তাঁরা আহত হন। এই ঘটনার পর সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ভুক্তভোগী তিন শিক্ষার্থী হলেন মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলিমুল ইসলাম, ফারসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মিসবাহুল ইসলাম এবং আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আল আমিন।
জানা গেছে, ঘটনার পর প্রাথমিক পর্যায়ে ওই তিন শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের ঢাকায় স্থানান্তর করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ভারতে পাঠাতে বলা হয়। কিন্তু এখন পর্যন্ত ভুক্তভোগী শিক্ষার্থীরা কোনো সহযোগিতা পাননি। এমনকি প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগও করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, চিকিৎসা শেষে কাগজপত্র জমা দিলে সহযোগিতা করা হবে।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল ইসলাম ভারতের চেন্নাইয়ে চিকিৎসার পরও এক চোখে কিছু দেখতে পান না। অপারেশনের পর ঝাপসা দেখছেন মিসবাহুল ইসলাম। আর অর্থাভাবে এখনো ভারতে চিকিৎসা নিতে পারেননি আল আমিন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা না পেয়ে তাঁর চিকিৎসার জন্য অর্থ উত্তোলন করছেন সহপাঠীরা।
ওই শিক্ষার্থীরা জানান, গত ১১ মার্চ চোখে আঘাত পাওয়ার পর তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ও পরে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাঁদের ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তাঁদের মধ্যে মিসবাহুল ও আলিমুল ব্যক্তিগত খরচে শংকর নেত্রালয় থেকে চিকিৎসা নিয়েছেন। কিন্তু অর্থাভাবে আল আমিন এখনো চিকিৎসা নিতে পারেননি।
ভারতে চিকিৎসার পরও বাঁ চোখ বাঁচানো যায়নি মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আলিমুল ইসলামের। তিনি বলেন, ‘আমি গত ১৭ এপ্রিল ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে যাই। সেখান থেকে চিকিৎসা শেষে দেশে আসি ২৪ এপ্রিল। খরচ হয়েছে ১ লাখের মতো। কিন্তু আমার চোখ ঠিক হয়নি। বাঁ চোখটা একেবারে নষ্ট হয়ে গেছে।’ তাঁর চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যোগাযোগই করেনি বলে তিনি অভিযোগ করেন।
চেন্নাইয়ে অপারেশনের পরও চোখে ঝাপসা দেখছেন মিসবাহুল ইসলাম। তিনি বলেন, ‘আমি গত ৩১ মার্চ চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে যাওয়ার পর আমার ডান চোখে অপারেশন করা হয়। বর্তমানে চোখে ঝাপসা দেখছি।’ তাঁর চিকিৎসায় প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। অপারেশনের পর চোখে এক ধরনের জেল দিয়েছে এ জন্য সবকিছু ঝাপসা লাগছে। আবার ২৯ মে যেতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ করে মিসবাহুল ইসলাম বলেন, ‘ভিসি স্যার আমাকে বলেছিলেন, যত টাকা খরচ হয় জানাতে। কিন্তু পরবর্তীতে আমি তাঁকে একাধিকবার মেসেজ করার পরও তিনি কোনো রিপ্লাই দেননি।’
অর্থাভাবে চিকিৎসা নিতে ভারতে যেতে না পারা আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন বর্তমানে ডান চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। ঘটনার দুই মাস হয়ে গেলেও এখনো তিনি চিকিৎসা নিতে ভারতে যেতে পারেননি। তিনি বলেন, ‘ভারতে গিয়ে চিকিৎসা করার মতো টাকা আমার পরিবারের নেই। আমার বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনও এখন পর্যন্ত কোনো সহায়তা দেয়নি। উপায় না দেখে সহপাঠীরা হলে হলে গিয়ে টাকা তোলা শুরু করেছে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান উল ইসলাম বলেন, আল আমিন নামের ওই শিক্ষার্থী বিভাগের সভাপতিকে নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাদের যেহেতু কথা দেওয়া হয়েছে, প্রশাসনের পক্ষে অবশ্যই সহযোগিতা করা হবে। তবে বিষয়টি প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর দেখভাল করছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, ‘আল আমিনের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমি তাকে দ্রুত ভিসার আবেদন করতে বলেছি। সেটি হয়ে গেলে তার সব কাগজপত্র নিয়ে উপাচার্য স্যারের সঙ্গে দেখা করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১২ মিনিট আগেচারদিকে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা! তবু হাজার হাজার শিক্ষার্থীর পরনে স্যুট-টাই, গায়ে কালো গাউন, মাথায় কালো টুপি। দীর্ঘদিন পর চেনা স্থানে একত্র সবাই। কালো টুপিটা আকাশের দিকে ছুড়ে দিয়ে অনেকে ছবি তুলছেন। কেউ নিজের গাউন খুলে মা-বাবাকে পরিয়ে দিচ্ছেন, কেউবা ছোট্ট শিশুর...
১৬ মিনিট আগেসিলেটে মুজিবুর হত্যা মামলায় নারীসহ ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেআসামিরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টির ষড়যন্ত্র শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আসামিরা সরকারের বিরুদ্ধে ঘৃণা, সহিংসতা উসকে দেওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক হামলার মিথ্যা তথ্য দিয়ে লিফলেট বিলি, সমাবেশে বক্তব্য, সামাজিক মাধ্যমসহ মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য দেন।
৩৩ মিনিট আগে